News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি কোটাবিরোধীদের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-07-13, 6:56pm

dfdfafad-b7e65aeb6ce12ecdd7cc0343d6c588ac1720875374.jpg




কোটা বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, রোববার সকাল ১১টায় বঙ্গবভন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

এ ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পাঠানো হবে।