News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি শুক্রবার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-11-14, 10:25am

tyreyerter-7b16f0ba7af39f20ddd2053d4a3a44561731558316.jpg




ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সব ঠিক থাকলে আগামী শুক্রবার (১৫ নভেম্বর) সংগঠনটি এই কর্মসূচি পালন করবে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সমন্বয়ক আবদুল কাদের বলেন, মূলত এটি একটি অনানুষ্ঠানিক সভা ছিল। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। আলোচনায় এসেছে তিনটি বিষয়। প্রথমত, একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। এতে ২০ থেকে ২২ জন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দুই-একজন করে প্রতিনিধি এই কমিটিতে থাকবে।

তিনি আরও বলেন, এ ছাড়া একটি ‘অর্গানাইজিং টিম’ থাকবে। যেটি সেলভিত্তিক ভাগ করে কাজ করবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। সেলটা এই মাসের মধ্যে গঠন করা হবে। আরেকটা বিষয় হচ্ছে, কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে, সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।

এদিকে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১০০তম দিন আগামী ১৫ নভেম্বর। দিনটি ঘিরে কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ প্রসঙ্গে আবদুল কাদের বলেন, আগামী ১৫ তারিখ গণঅভ্যুত্থানের ১০০তম দিন পূর্ণ হবে। এ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল বডি ঢাকায় অবস্থানরত আহতদের হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নেবে, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও পরামর্শ করবে। একই সঙ্গে জেলা পর্যায়ে যারা আছেন, তারা শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন। আরটিভি