News update
  • Irregular entry, false asylum claims harm Bangladesh’s global standing     |     
  • Dhaka breathes ‘very unhealthy’ air Tuesday morning     |     
  • Election Code of conduct gazetted, banning posters-drones, AI misuse     |     
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     

এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৫১ শতাংশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-10, 12:02am




পোশাক রপ্তানির উচ্চ প্রবৃদ্ধির উপর ভর করে এপ্রিল মাসে রপ্তানি আয় বেড়েছে ৫১ দশমিক ১৮ শতাংশ। এ সময়ে ৪৭৩ কোটি ৪৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বিগত ২০২০-২১ অর্থবছরের এপ্রিল মাসে মোট রপ্তানির পরিমাণ ছিল ৩১৩ কোটি ৪৩ লাখ ডলারের। আর চলতি ২০২১-২২ অর্থবছরের এপ্রিলে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩৩৬ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসেবে আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৪০ দশমিক ৬৬ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।  

এদিকে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। এ সময়ে পণ্য রপ্তানি থেকে মোট আয় হয়েছে ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২০ দশমিক ৫২ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩ হাজার ২০৭ কোটি ২৭ লাখ ডলার।  

১০ মাসে পোশাক রপ্তানি থেকে আয় এসেছে ৩ হাজার ৫৩৬ কোটি ২৫ লাখ ডলার। এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় ৩৬ শতাংশ। তথ্য সূত্র বাসস।