News update
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     

শ্রীলংকা-বাংলাদেশ: ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-14, 5:19pm




ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে আগামীকাল শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। 
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। 
নিজেদের সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজের দক্ষিণ আফ্রিকার মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। তবে শ্রীলংকার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ হওয়াতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। 
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, টেস্ট ক্রিকেটে শ্রীলংকাই একমাত্র দল যাদেরকে প্রিয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ দল। 
এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ২২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেকোন দেশের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট। ২২ টেস্টের মধ্যে ১টিতে জিতেছে টাইগাররা। ১৭টিতে হেরেছে ও ৪টিতে ড্র করেছে।
২০০১ সালের সেপ্টেম্বর থেকে প্রথম ১২ ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে জিতেছে শ্রীলংকা। তবে ২০১৩ সালের মার্চ থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দু’দলের সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে বাংলাদেশ হারে পাঁচ ম্যাচ, জিততে পারে একটি। জয়টি ছিলো ২০১৭ সালে। আর চারটি ম্যাচ ড্র হয়।
ফলাফলের দিক দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পারফরমেন্স হতাশাজনক ছিলো না। প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়েছে  টাইগাররা। তার আগে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার প্রত্যাশা নিয়েই টেস্ট খেলতে নেমেছিলো টাইগাররা। 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম চার দিনে আধিপত্য বিস্তার করেই খেলেছিলো বাংলাদেশ। কিন্তু পঞ্চম দিনের প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটিং লাইনে ধস নামে। এতেই ম্যাচ হারের স্বাদ পেতে হয় বাংলাদেশকে।  প্রথম টেস্টের হার প্রভাব ফেলেছিলো বাংলাদেশের উপর। দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে সমানে-সমানভাবে লড়াই করতে পারেনি বাংলাদেশ। 
টেস্টের পুরো পাঁচ দিন ভালো খেলার উপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, ‘আমি অবশ্যই মনে করি, চার দিন নয়,আমরা যদি পুরো পাঁচ দিন সত্যিই ভাল খেলতে পারি তবে যে কোনও দলকে হারানোর ক্ষমতা আমাদের আছে।’
তিনি আরও বলেন, ‘যখন আমাদের একটি খারাপ সেশন হয়, তখন সেটি সত্যিই আমাদের খারাপ সেশন হয়। আমরা যদি এক বা দু’টি উইকেট হারাই, তবে আমরা পাঁচটি হারাতে পারি না। এটি এমন বিষয়, যা আমরা সব সময় সমাধান করার চেষ্টা করছি। আমরা ড্রেসিংরুমে শান্ত থাকার চেষ্টা করছি, যাতে ব্যাটাররা এমন সমস্যা তেকে রেহাই পেতে পারে।’
তবে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অর্ন্তভুক্তিতে চাঙ্গা হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারলেও, প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা ছিলো সাকিবের। 
করোনা পজিটিভ হওয়ায় সাকিবের  টেস্ট সিরিজ মিস করার সম্ভাবনা সৃস্টি হয়েছিল।  কিন্তু চারদিনের মধ্যে নেগেটিভ হয়ে দলের সাথে যোগ দিয়েছেন  তিনি। প্রথম টেস্টকে সামনে রেখে দীর্ঘসময় অনুশীলন করেছেন সাকিব। ম্যাচ খেলার জন্য মরিয়া এবং অনুশীলনে তাকে ফিট মনে হয়েছে। 
বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক জানান, সবকিছু ঠিক থাকলে সাকিব প্রথম টেস্টে খেলবেন। সাকিবকে টু-ইন-ওয়ান খেলোয়াড় হিসেবে উল্লেখ করে মোমিনুল জানান, সাকিবের দলে ফেরা অবশ্যই দলকে উজ্জীবিত করবে। 
মোমিনুল বলেন, ‘এটি পাঁচ দিনের ক্রিকেট এবং আমাদের প্রতিটি সেশনে ভাল খেলতে হবে এবং বেশিরভাগ সেশন জিততে হবে। আমরা যদি সেটা করতে পারি, তাহলে আমাদের ম্যাচ জয়ের সম্ভাবনা আছে। কোন সন্দেহ নেই, আমরা জয়ের জন্য মাঠে নামবো এবং এটাই শেষ লক্ষ্য আমাদের।’
তিনি আরও বলেন, ‘সাকিবের দলে ফেরা আমাদেরকে অনেকভাবে আত্মবিশ্বাসী করবে। তার অর্ন্তভুক্তি আমাদের দল গঠনকে সহজ করবে, কারণ সে একজন টু-ইন-ওয়ান খেলোয়াড়।’
বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
শ্রীলংকা দল : দিমুথ করুনারতে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারতে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া। তথ্য সূত্র: বাসস।