News update
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     
  • Doha Summit Stresses Urgent Investment in People and Peace     |     
  • Sand syndicates tighten grip on Bangladesh's northern region     |     
  • Prof Yunus orders security forces to hunt down Ctg attackers      |     
  • IU suspends 3 students for assaulting journos, warns 9 others     |     

চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি ছুঁয়েছে হাজার টাকা

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2024-08-25, 7:34am

img_20240825_073440-e89249e0eca0d043d9e75ade71619f8c1724549696.jpg




বন্যার কারণে তিন দিন ধরে ঢাকা-চট্টগ্রামে যান চলাচল প্রায় বন্ধ। এতে চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচ আসছে না। ফলে বাজারে সংকট দেখা দিয়েছে পণ্যটির। এ সুযোগে খুচরা বাজারে প্রতি ১০০ গ্রাম কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) চট্টগ্রামের খুচরা বাজারে প্রতি কেজি মরিচ ৯০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কোনো কোনো খুচরা অসাধু বিক্রেতা এক হাজার টাকায়ও বিক্রি করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরের বহদ্দারহাট, কাজীর দেউড়ি ও কর্ণফুলী কমপ্লেক্স বাজারে ৯০০ থেকে ১ হাজার টাকার মধ্যে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। তবে এসব বাজারেও কাঁচা মরিচের সরবরাহ কম। রেয়াজুদ্দিন বাজার সবজির আড়তে কাঁচা মরিচের সরবরাহ না থাকায় খুচরা বাজারে দাম বেড়েছে।

ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি আসে বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ দূরদূরান্তের বিভিন্ন জেলা থেকে। গত তিন দিনে কাঁচামরিচসহ সবজি আসছে না। ফলে বাজারে সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ গণমাধ্যমকে বলেন, কাঁচা মরিচ বাজারে সরবরাহ না থাকলে দাম বাড়তি নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। বাজারে অভিযান চালিয়ে অসাধু বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি।