News update
  • Khaleda Zia’s Mausoleum Opens to Public at Zia Udyan     |     
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     
  • Stocks advance at DSE, CSE in early trading     |     
  • In grief, Tarique Rahman finds family in the nation     |     

শীতের আগমনী বার্তাতেও বাজারে কমেনি সবজির দাম

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2024-11-16, 7:35am

images-1-144cb8381aea8b7eb240d8c884e654951731720934.jpeg




শীত আসছে, চারদিকে হালকা শীতের আমেজ। এই সময় থেকেই বাজারে সবজির দাম কম থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। এখনও চড়া সবজির বাজার। ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। দুই একটি সবজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে থাকলেও বেশিরভাগ সবজিই এখনও বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দামই দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, শিম প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের নতুন ফুল প্রতি কেজি ১০০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৭০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৭০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৭০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৭০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া টমেটো প্রতি কেজি ১৫০ টাকা, ছোট সাইজের ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, বাঁধা কপি প্রতি পিস ৪০ টাকা, শসা প্রতি কেজি ৭০ টাকা, পটল প্রতি কেজি ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, মুলা প্রতি কেজি ৫০ টাকা, গাজর প্রতি কেজি ১৭০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৭০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির এমন বাড়তি দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারে আসা চাকরিজীবী পলাশ বলেন, ‘শীত প্রায় চলেই এসেছে, এই সময় এসে সবজির দাম থাকবে সবচেয়ে কম কিন্তু বাজারে উল্টো চিত্র। এখনও ৮০ থেকে ৭০ টাকার নিচে বাজারে সবজি নেই। বিক্রেতারা যে যার মতো করে দাম আদায় করে নিচ্ছে। বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ কখনও দেখি না।’

অন্যদিকে বাজারে সব ধরনের মুরগির দাম আগের মতোই রয়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়, সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ টাকা, কক মুরগি প্রতি কেজি ৩২০ টাকা। লেয়ার প্রতি কেজি ৩১০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগি প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। তথ্য সূত্র এনটিভি নিউজ।