News update
  • Two expats die in Chandpur road accident     |     
  • Palestinians hope Oscar-winning No Other Land brings support     |     
  • Build a humane society without unclaimed dead bodies: Yunus     |     
  • Ensure due process in criminal cases, probe revenge violence     |     
  • Zahids struggle for job ends in strawberry farming success      |     

আলু ও পেঁয়াজ রপ্তানি শুরু

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2024-11-27, 8:09pm

hili_pic-ffda8f6bd562bcaf42f16ea7a84820fa1732716573.jpg




গত দুদিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ রপ্তানি শুরু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর থেকে আলু, পেঁয়াজসহ সব ধরনের পণ্যবাহী ভারতীয় ট্রাক প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

দাম বৃদ্ধির অজুহাতে গত রোববার আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করার ক্ষেত্রে ভারতীয় ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেয় দেশটির পশ্চিমবঙ্গ সরকার। এরই প্রতিবাদে ভারতের ব্যবসায়ীরা গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে সব ধরনের পণ্য পরিবহণ বন্ধ করে দেন।

ভারতের হিলির ব্যবসায়ী পাপ্পু আগরয়াল জানান, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তর থেকে বাংলাদেশে রপ্তানি না করার জন্য আলু ও পেঁয়াজবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকারের এমন সিদ্ধান্তে প্রায় শতাধিক আলু ও পেঁয়াজবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় সীমান্তের কাছে আটকে পড়ে। এসব ট্রাকে এই দুটি পণ্য লোডের কারণে নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় গতকাল মঙ্গলবার সকাল ১১টায় একটি পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে রপ্তানির জন্য বন্দরের গেটে পাঠানো হয়। কিন্তু এ সময় পুলিশ ট্রাকটি আটকে দিলে ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পড়েন এবং পেঁয়াজবাহী ট্রাকটি বন্দরের প্রবেশ মুখে রেখে রাস্তা অবরোধ করেন। ফলে ওই দিন দুপুর ১২টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য পরিবহণ বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ী পাপ্পু আগরয়াল আরও জানান, বিয়ষটি নিয়ে গতকাল মঙ্গলবার কয়েক দফা পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আলোচনা করা হয়। একপর্যায়ে তারা তাঁদের দাবি মেনে নিয়ে আলু ও পেঁয়াজবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং পুনরায় চালু করার সম্মতি দেয়। এরই পরিপ্রেক্ষিতে দুপুর থেকে এই দুটি পণ্য পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম জানান, আলু, পেঁয়াজবাহীসহ সব ধরনের পণ্যবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করছে। আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ভারতের অভ্যন্তরে তাদের কিছু জটিলতার কারণে গত দুই দিন আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।

এদিকে ভারতের গণমাধ্যম বলছে, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর দপ্তরকে না জানিয়ে সেখান থেকে অন্য রাজ্যে এবং বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি করা হচ্ছিল। ফলে সেখানে আলুসহ পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। এমন অভিযোগ তুলে ধরে বলা হয় মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিন রাজ্যসহ বাংলাদেশে আপাতত আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। এই অবস্থায় ২৪ নভেম্বর সকাল থেকে পশ্চিমবঙ্গ সরকার রপ্তানি করা আলু ও পেঁয়াজবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ রাখে। এনটিভি নিউজ।