News update
  • Metro rail services disrupted for power fault, passengers suffer     |     
  • UN Security Council condemns Jammu and Kashmir terror attack     |     
  • 250,000 mourners pay last respects to Pope Francis in 3 days      |     
  • US Restructuring Plan May Include World Bank, IMF & UN Agencies     |     
  • AL-BNP clash leaves over 50 injured in Habiganj     |     

অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশের কাগজ'র লোগো উম্মোচন

error 2024-10-31, 12:19pm

logo-of-an-online-portal-bangladesher-kagoj-unveiled-in-kalapara-on-wednesday-c7d42bb0393deb674ce86b36d7665e3b1730355567.jpg

Logo of an online portal Bangladesher Kagoj unveiled in Kalapara on Wednesday.



পটুয়াখালী: "সত্যের নতুন দিগন্ত” স্লোগান নিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশের কাগজ'র (bdkagoj.com) লোগো উম্মোচন করা হয়েছে। একঝাঁক তরুণ গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে শীঘ্রই আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে এই অনলাইন নিউজ পোর্টালটি।

মঙ্গলবার দুপুরে বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে পোর্টালটির লোগো উন্মোচন করেন সম্পাদক কাজী সাঈদ, নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন আনু, ব্যবস্থাপনা সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, বার্তা সম্পাদক জুয়েল ফরাজীসহ সংশ্লিষ্টরা। পোর্টালের প্রকাশকের দায়িত্ব নিয়েছেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কাজী রফিকুল ইসলাম। 

লোগো উন্মোচন উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে দিনটি উপভোগ করেন গণমাধ্যম কর্মী সহ শুভাকাঙ্খীরা। এরমধ্যে অন্যতম ছিলো নির্দিষ্ট বিষয়ের উপর লাইভ, সংবাদের শিরোনাম, ছবি তোলা, হাঁড়িভাঙ্গা ও র‌্যাফেল ড্র প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্পাদক, নির্বাহী সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক। 

এ সময় বাংলাদেশের কাগজ নিউজ পোর্টালের সম্পাদক কাজী সাঈদ বলেন, ‘প্রান্তিক জনপদের অবহেলিত জনগোষ্ঠীর কথা বলবে বাংলাদেশের কাগজ। যে সকল মানুষের কথা কোনো গণমাধ্যমে আসে না, তাদের কথা বলার উদ্দেশ্য নিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বাংলাদেশের কাগজ।'

নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, 'সকল শ্রেনীর পাঠকের চাহিদা পূরণে নতুন এই অনলাইন পোর্টালটির যাত্রা শুরু করতে যাচ্ছি আমরা। আশা করি সকলের সহযোগিতায় পাঠক প্রিয় হবে বাংলাদেশের কাগজ।'- গোফরান পলাশ