News update
  • Shibir’s Silent Resilience Yields Historic Ducsu Victory     |     
  • Nepal army deployed as protesters want ex-CJ as interim leader     |     
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

গ্ণমাধ্যম 2025-08-10, 10:27pm

journalist-asaduzzman-tuhin-killed-by-a-group-of-criminals-at-gazipur-d697a8c4976ea5cae8bea75a00945c921754843238.jpg

Journalist Asaduzzman Tuhin killed by a group of criminals at Gazipur



পটুয়াখালী: দৈনিক  প্রতিদিনের কাগজের পত্রিকার স্টাফ রির্পোটার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য নৃশংসভাবে কুপিয়ে  হত্যাকারীদের শাস্তির দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায়  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস.কে রঞ্জন, সাংবাদিক ক্লাব সভাপতি নীল রতন কুন্ড। 

এসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন যায়গায় সাংবাদিকদের আহত, লাঞ্চিত করা সহ সংবাদ প্রকাশের জেরে হত্যার হুমকি প্রদান করা হচ্ছে। এসব ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করলেও প্রতিকার মিলছে না বলে অভিযোগ করেন বক্তারা। - - গোফরান পলাশ