প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, বাংলাদেশ সরকার ডায়াসপোরাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
মন্ত্রী সোমবার সকালে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আয়ারল্যান্ড সরকার এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) আয়োজিত গ্লোবাল ডায়াসপোরা সামিট-২২ এ বক্তৃতাকালে একথা বলেন। এতে উপস্থিত আয়ারল্যান্ডের মিনিস্টার অব ডায়াসপোরা ডেপলপমেন্ট এইড এন্ড ডায়াসপোরা Mr. Colm Brophy, T.D. এবং IOM এর ডিরেক্টর জেনারেল Antonio Vitorino সহ বিভিন্ন দেশের মন্ত্রীবর্গ ও প্রতিনিধি দলের সদস্যরা।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, আমাদের ডায়াসপোরারা শুধুমাত্র রেমিট্যান্স নয় বরং বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্ঞান ও দক্ষতার হস্তান্তরসহ জনকল্যাণমুখী কাজ করে থাকে। যা কর্মসংস্থান সৃষ্টিতে এবং আমাদের সামষ্টিক-অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি অবদান রাখছে।মন্ত্রী বলেন,আমাদের জাতীয় প্রবৃদ্ধি ও উন্নয়নে প্রবাসী সম্পদের টেকসই অবদানকে স্বীকৃতি ও মূলধারায় আনার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার।
মন্ত্রী বলেন, সরকার প্রবাসীদের রেমিট্যান্স, বিনিয়োগ এবং বাণিজ্যের ভিত্তিতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদা প্রদান সহ ২.৫% নগদ প্রণোদনা প্রদান করছে। এছাড়াও আমাদের প্রধানমন্ত্রী এনআরবিদের জন্য এনআরবি ব্যাংক নামে একটি ডেডিকেটেড ব্যাংক তৈরি করেছেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি জিসিএম চ্যাম্পিয়ন দেশ। যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছেন এবং ২০১৬ সালে ঢাকায় ৯ম GFMD-এর আয়োজন করেছে ও বিশ্বব্যাপী অভিবাসন শাসনের ধারণার পথ দেখিয়েছেন। তাই জিসিএম-এর উদ্দেশ্য- ১৯ বাস্তবায়নে বাংলাদেশ সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জিসিএম চ্যাম্পিয়ন দেশ হিসাবে, আমরা ইতিমধ্যেই উদ্দেশ্য -১৯ সহ জিসিএমের ২৩টি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জাতীয় কর্ম পরিকল্পনা চূড়ান্ত করেছি।
সম্মেলনে মন্ত্রী ডায়াসপোরাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জন্য একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করার আহবান জানিয়েছেন। এছাড়াও তিনি সবাইকে ডায়াসপোরাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে ডায়াসপোরা ও অভিবাসী ইস্যুকে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা বলেছেন।
এছাড়াও মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরীন জাহান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
এদিকে, সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন Farmleigh Houses-এ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আয়ারল্যান্ডের মিনিস্টার অব ডেপলপমেন্ট এইড এন্ড ডায়াসপোরা Mr. Colm Brophy, T.D. এর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি বাংলাদেশী ডায়াসপোরা বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী এবং ছাত্রদের জন্য আয়ারল্যান্ডের ভিসা প্রাপ্তি আরো সহজ করার আয়ারল্যান্ড সরকারের প্রতি আহবান জানান। এর প্রেক্ষিতে আয়ারল্যান্ডের মিনিস্টার অব ডেভেলপমেন্ট এইড এন্ড ডায়াসপোরা ভিসা প্রাপ্তির সহজ করার বিষয়ে আশ্বাস প্রদান করেছেন।
বৈঠকে তাঁরা ডায়াসপোরাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে দুইদেশ একযোগে কাজ করার বিষয়েআলোচনা করেছেন। এছাড়াও এতে আয়ারল্যান্ডের ডায়াসপোরা পলিসি এবং ডায়াসপোরা বিষয়ে সরকারের ভাল উদ্যোগ গুলো আলোচনা হয়েছে। বৈঠকে আয়ারল্যান্ডের মন্ত্রী ডায়াসপোরাদের নিয়ে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের ব্যাপক প্রসংশা করেছেন।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
এর আগে Farmleigh House-এ আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম এর ডিরেক্টর জেনারেল Antonio Vitorino প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশে ডায়াসপোরাদের জন্য খসড়া নীতিমালা প্রণয়নে, ক্যাপাসিটি বিল্ডিং, রিইন্টিগ্রেশন এবং আটকে পড়া বাংলাদেশী অভিবাসীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইওএমের সহযোগিতার প্রসংশা করেন। এই সহযোগিতা যেন অব্যাহত থাকে এ ব্যাপারে মন্ত্রী আশা ব্যক্ত করেন। এপ্রেক্ষিতে আইওএমের ডি জি উল্লিখিত সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমুখ।