News update
  • New Law to Fully Protect 93 pc of Bank Depositors     |     
  • Nationwide Typhoid Vaccination Drive Begins for Children     |     
  • Chittagong Port Tariff Surge Set to Raise Prices of Goods     |     
  • Rangpur’s 550km roads turn hazardous amid years of neglect     |     
  • BNP backs fair trials for army members accused of wrongdoing     |     

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2022-09-26, 5:57pm




আন্তর্জাতিক বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম। ইউক্রেন-রাশিয়া সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম মাত্রাতিরিক্ত হারে বাড়তে থাকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানির দাম নিম্নমুখী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেখা গেছে, ব্রেন্টক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট কমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৬১ ডলারে, যা মোট দামের থেকে শূন্য দশমিক ৬৩ শতাংশ কমেছে। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৬১ শতাংশ কমেছে। এ ক্ষেত্রে দাম কমে ব্যারেলপ্রতি মূল দাঁড়িয়েছে ৭৮ দশমিক ২৬ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী সুদের হার বেড়েছে। এতে বৈশ্বিক মন্দার ঝুঁকিও বেড়েছে। এ কারণে তেলের চাহিদা কমেছে। এ ছাড়া অনেক দেশে ডলারের দাম বাড়ায় দেশগুলোর জ্বালানি ক্রয়ক্ষমতাও কমেছে। এর ফলে তেলের দাম মূলত কমছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।