News update
  • Dhaka’s air turns ‘moderate’ Tuesday morning     |     
  • Russian Navy ship arrives in Ctg for goodwill visit     |     
  • New harvest, no festival: Lalmonirhat's ‘Nabanna’ spirit fades?     |     
  • Strategic plan to resolve Rohingya crisis mending inaction urged     |     
  • Hasina Sentenced to Death Over Crimes Against Humanity     |     

কুয়াকাটায় রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে অজ্ঞাত চোরের মৃত্যু

দূর্ঘটনা 2022-11-06, 7:46pm

Unidentified man died while allegedly trying to steal a electric transformer in Kalapara.



পটুয়াখালী: কুয়াকাটায় রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে অজ্ঞাত চোরের মৃত্যু হয়েছে। এ সময় তার দখলে থাকা চুরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

মহিপুর থানা পুলিশ জানায়, কুয়াকাটা সংলগ্ন লতাচাপলী ইউনিয়নের খাঁজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশে রোববার সকালে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে অজ্ঞাত একটি লোক মৃত পড়ে থাকতে দেখে স্থানীয়রা।  মৃতদেহের শরীরের চামড়া অধিকাংশ ঝলসানো ছিল। এসময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

মহিপুর থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অজ্ঞাত মৃতদেহটি সনাক্তের চেষ্টা চলছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। - গোফরান পলাশ