রাজধানীর বঙ্গবাজারের পাশে অবস্থিত মালেকা মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় অসুস্থ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টায় ভবনটির চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে দায়িত্বরত রাসেল ফারুক।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তারা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় মার্কেটের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত দুই কর্মী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।
প্রাথমিক চিকিৎসা দিয়ে অসুস্থ সুমন মিয়াকে (২৭) ৯৮ নম্বর ওয়ার্ড ও আমিনুর রহমানকে (৩২) মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখা হয় বলে জানান, ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহম্মদ বাচ্চু মিয়া।
তিনি বলেন, মালেকা মার্কেটে সকালে আগুনের ঘটনায় দুই যুবক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসা নিচ্ছেন।
এর আগে, গত ৪ এপ্রিল সকালে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও যোগ দেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনা হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।