News update
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     
  • Moscow wants Dhaka to reduce tensions domestically, also with Delhi     |     
  • Saarc experts meet to reduce livestock-origin greenhouse gases     |     

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের স্মরণ মহোৎসব

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2023-03-11, 4:35pm

resize-350x230x0x0-image-215401-1678528974-96fee40c735d211f73f8ed564c6586e21678530916.jpg




পাবনা সদরের হিমাইতপুরে সৎসঙ্গ আশ্রমে অনুষ্ঠিত হলো শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব । গত সোমবার, মঙ্গল ও বুধবার এই মহোৎসব অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী দিনের ঊষালগ্নে মাঙ্গলিকী, সমবেত প্রার্থনা, কর্মী-বৈঠক, ভক্তিসংগীত, মধ্যাহ্ণে আনন্দবাজারে প্রসাদ বিতরণ, দুপুরে ভক্তিমূলক সংগীতাঞ্জলী, বিকেলে রামায়ণ কীর্তন, সন্ধ্যায় সান্ধ্য প্রার্থনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মহোৎসবের প্রথম দিনে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের আশ্রমের সভাপতি অনুপস্থিত থাকায় অনুষ্ঠানটির সভাপতিত্ত্ব করেন সিনিয়র সহসভাপতি অধ্যাপক শ্রীগোপীনাথ কুণ্ডু। এ ছাড়াও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা।

প্রথমদিনের আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সোহানী হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাবনার সভাপতি চন্দন কুমার চক্রবর্তী ও পাবনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বিজয় ভূষণ রায়। রাতে ভক্তিগীতি ও লোকরঞ্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দ্বিতীয় দিনে নিয়মিত আয়োজনের পাশাপাশি দোলযাত্রা, আবির্ভাবলগ্নের স্মৃতিচারণ, ঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, ঠাকুরের প্রতিকৃতিসহ বাসযোগে শোভাযাত্রা, কিশোর মেলা, যুব সম্মেলন মাতৃ সম্মেলনসহ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাতৃ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।

রাতে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা পৌর সভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন ও স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর শাহীন সেখ। প্রধান আলোচক ছিলেন ভারত থেকে আগত বাগমীপ্রবর বক্তা শ্রী প্রলয় মজুমদার।

সমাপনী দিনে ঊষালগ্ন, মাঙ্গলিকী, সমবেত প্রার্থনা, সদগ্রন্থাদি পাঠ, ভক্তি সংকীর্তন প্রসাদ বিতরণ, সান্ধ্য প্রার্থনা, ধর্মসভা, ভক্তিগীতি ও লোকরঞ্জন অনুষ্ঠানের আয়োজন রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।