চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরে হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা যোগ দেন এ উৎসবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তর্ত্তিপুরে সকাল থেকে চলছে ধর্মীয় আলোচনা, কীর্তনসহ নানা আয়োজন। উৎসবকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা। মেলায় রয়েছে প্রসাধনী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ ও খাবারের দোকান। আরটিভি