News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

টঙ্গীর মাঠ বুঝে নিলেন সাদপন্থিরা, ইজতেমা ১৪ ফেব্রুয়ারি

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-02-09, 5:35pm

erwereq-f7915e8a737c4e5147fb88c97be97e671739100950.jpg




গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

রোববার (৯ ফেব্রুয়ারি) সাদপন্থি মিডিয়া সমন্বয়ক আবু সায়েম এ তথ্য জানিয়েছেন।

প্রতিবছরের মতো এবারও দুই পর্বে ইজতেমা হচ্ছে। প্রথম পর্বে ইজতেমা করেছেন শুরায়ে নেজামের অনুসারীরা। তবে প্রথম পর্ব দুই ধাপে হয়েছে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি শুরু হয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ২ ফেব্রুয়ারি। ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি এ পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

উল্লেখ, ইসলামের দাওয়াত পৌঁছাতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব থেকে মোট ১ হাজার ৪৬৫ জামাত ইজতেমা মাঠ থেকে দেশবিদেশের উদ্দেশে বের হয়েছে। দেশি মোট জামাতের সংখ্যা ১ হাজার ২৭১টি। এর মধ্যে ৩ চিল্লার জন্য ৯০টি, ১ চিল্লার জন্য ১ হাজার ১১০টি এবং ১০ থেকে ১৫দিনের জন্য বের হয়েছে ৭১টি জামাত।

ইজতেমার প্রথম ধাপ থেকে বিদেশি জামাত রয়েছে ৯৭টি। এর মধ্যে আরব জামাত হচ্ছে ২০টি, উর্দু জামাত ২৬টি ও ইংরেজি জামাত ৫১টি। এছাড়া, ২ মাসের মাস্তুরাতের জামাত (বিদেশের জন্য) ৪০টি এবং ৪ মাসের জামাত (বিদেশের জন্য) ৪৯ টি বের হয়েছে। সময়