News update
  • A Day of People-Centered Food System Storytelling!     |     
  • No evidence of postal ballot irregularities found: EC Sanaullah     |     
  • Bangladesh Bank injects Tk 9,178 crore to ease liquidity strain     |     
  • No LPG Shortage Expected During Ramadan: BERC Chairman     |     

ফোবানা'র নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি - ২০২২ – ২০২৩

প্রবাস 2022-09-11, 8:40pm

Fobana Executive Committee 2022-2023



গত রবিবার, সেপ্টেম্বর ৪,২০২২ শিকাগো শহরের ডাবল ট্রি হোটেলের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে ফোবানার ২০২২-এর বাৎসরিক সাধারণ সভা ও নির্বাচন।  তিন জন ইলেকশন কমিশনারের পরিচালনায়  অত্যন্ত সুষ্ঠুভাবে ইলেক্ট্রনিক্যালি ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং পূর্ণ  বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন করা হয়।  এবারের নির্বাচনে নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটির (২০২২ - ২০২৩) বিবরণ নিম্নে দেয়া হলো। 

ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ২০২২ - ২০২৩ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ:

এক্সেকিউটিভ অফিসার্স: চেয়ারপারসন - ড.আহসান চৌধুরী (হিরো) (টেক্সাস), ভাইস চেয়ারম্যান- মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া)

নির্বাহী সচিব- নাহিদুল খান সাহেল (জর্জিয়া), যুগ্ম নির্বাহী সচিব- আবীর আলমগীর (নিউইয়র্ক), কোষাধ্যক্ষ- ড. মোহাম্মদ আলী মানিক (জর্জিয়া)

আউটস্ট্যান্ডিং মেম্বার: রেহান রেজা (ক্যানসাস), মকবুল এম আলী (ইলিনয়), সৈয়দ আহসান (ইলিনয়), রবিউল করিম  পেনসিলভেনিয়া) জসিম উদ্দীন (জর্জিয়া), মোহাম্মদ এম রহমান জহির (ফ্লোরিডা), বাবুল হাই (ফ্লোরিডা ) নুরুল আমিন (ভার্জিনিয়া)

১৬টি এক্সেকিউটিভ সংগঠন :বাংলাদেশ এসোসিয়েশন অফ নর্থ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (ডিসি), বাংলাধারা (জর্জিয়া), বাংলাদেশ কম্যুনিটি অফ গ্রেটার শিকাগো (শিকাগো), বাংলাদেশ এসোসিয়েশন হিউস্টন (টেক্সাস), বাংলাদেশী আমেরিকান আইটি পিপল'স অর্গানাইজেশন (ভার্জিনিয়া), বেঙ্গলি বয়েস কালচারাল  এসোসিয়েশন ইন্ক (জর্জিয়া), বাংলাদেশ  এসোসিয়েশন অফ আমেরিকা ইন্ক (ওয়াশিংটন), বাংলাদেশআমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন (টেক্সাস), বাংলাদেশ  এসোসিয়েশন অব গ্রেটার ক্যানসাস সিটি (ক্যানসাস), ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ইন্ক্, ভিএ (ভার্জিনিয়া), ইউএস বাংলাদেশ ফাউন্ডেশন  অফ  ফ্লোরিডা ফ্লোরিডা), বাংলাদেশ থিয়েটার হিউস্টন (টেক্সাস), বাংলাদেশ কালচারাল সোসাইটি অফ  জর্জিয়া (জর্জিয়া), বাংলাদেশী 

আমেরিকান উইমেন এসোসিয়েশন অফ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ এসোসিয়েশন অফ ক্যালিফর্নিয়া (ক্যালিফোর্নিয়া)।

৩৮তম ফোবানা সম্মেলন ২০২৪-এর স্বাগতিক সংগঠন হিসেবে "বাংলাদেশ এসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি"-কে দায়িত্ব দেয়া হয়েছে।