News update
  • Dhaka’s air against worst in the world on Sunday     |     
  • 14-year-old Vaibhav Suryavanshi youngest ever IPL cricketer     |     
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     

অবৈধ অভিবাসীদের তাড়ানো নিয়ে যা বললেন ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-11-08, 8:43am

2e83f8269190f9371018baa8a9465b648897068715065fd3-1-43ff58387477c8e902897f666af638061731033790.jpg




যুক্তরাষ্ট্রে যাদের থাকার বৈধ অনুমতি নেই এমন মানুষদের তাড়ানো ছাড়া তার প্রশাসনের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এনবিসি নিউজের সঙ্গে একটি সাক্ষাত্কারে এমন কথা বলেন ট্রাম্প। খবর বিবিসির।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের সত্যিই কোন বিকল্প নেই।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সবচেয়ে বড় নির্বাসন অভিযান’ চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণায় বরাবরই অভিবাসনবিরোধী কড়া বক্তব্য দিয়ে এসেছেন ট্রাম্প। তাঁর প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল ব্যাপকসংখ্যক অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া। ট্রাম্পের রানিং মেট জে ডি ভ্যান্সের তথ্য অনুযায়ী, প্রতিবছর ১০ লাখ অভিবাসীকে বের করে দেওয়া হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারণার সময়, ট্রাম্প অবৈধ অভিবাসীদের ‘রক্তপিপাসু’ বলে অভিহিত করেন। এছাড়া স্প্রিংফিল্ড, ওহিওতে হাইতিয়ান অভিবাসীদের বিরুদ্ধে পোষা প্রাণী খাওয়ার অভিযোগ তোলেন ট্রাম্প।

এসব অভিবাসীর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং জাতীয় নিরাপত্তার হুমকি বলে প্রচারণার সময় দাবি করেছেন ট্রাম্প।

এনবিসি-র সাথে বৃহস্পতিবার ফোনে সাক্ষাত্কারে, ট্রাম্প নির্বাচনে জয়ের কারণ হিসেবে অভিবাসন ইস্যুর কথা উল্লেখ করেন। বলেন, ‘মার্কিনিরা সীমানা অটুট রাখতে চায়। তারা বাইরে থেকে এদেশে লোক আসা পছন্দ করে, কিন্তু দেশের প্রতি ভালোবাসা নিয়ে আসতে হবে তাদের। আর আসতে হবে আইনগতভাবে।’

তবে মার্কিন প্রশাসন আইনগতভাবে নির্বাসনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে সক্ষম হলেও তা বাস্তবায়ন করতে  লজিস্টিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।