News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করার নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-12-21, 9:46pm

img_20241221_214619-749426474b7ce7998de9e240516031d71734796000.jpg




ভারতের দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে মহানগরীর সব স্কুলকে নির্দেশনা দিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)।

শনিবার (২১ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ডেকান হেরাল্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির সমস্ত স্কুলকে শিক্ষার্থী ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন।

ডেপুটি কমিশনার বিপি ভরদ্বাজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে স্কুলে তাদের ভর্তি না করতে শিক্ষা দপ্ত‌রকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ব্যাপারে একটি বৈঠকও ডাকা হয়। সেখানে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড বলছে, বাংলাদেশ থেকে আসা কোনো অবৈধ অভিবাসীকে জন্ম সনদ না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পরে এমসিডি-ও তাদের এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলে এবং তাদেরও শিক্ষার্থীদের পরিচয় সঠিকভাবে শনাক্তকরণ এবং যাচাইকরণের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যেন জন্মের শংসাপত্র জারি করা না হয়। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এর মধ্যে কোনো জন্মসনদ ও প্রশংসাপত্র ইস্যু করা হয়েছে কি না তার জন্য একটি বিশেষ দল তৈরি করার কথাও বলা হয়েছে। এ ছাড়াও এমসিডির সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও আঞ্চলিক আধিকারিকদের তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতেও বলা হয়েছে। আরটিভি