News update
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     

পেছাল মেসির এমএলএস অভিষেক, কারণ মেসি নিজেই

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-08-10, 5:29pm

resize-350x230x0x0-image-235072-1691652143-455fedba0a2ed94f77d49bb5c193cc0c1691666980.jpg




বিশ্বজয়ের পর ইউরোপিয়ান ফুটবল পরিসর ছেড়ে নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি। সেখানে যাওয়ার পর থেকেই রীতিমতো আলোচনার তুঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক।

নিজ ক্লাব মায়ামি থেকে শুরু করে প্রতিপক্ষ দলের ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন আর্জেন্টাইন এই তারকা। অভিষেকের পর থেকেই নিয়মিত গোলের মুখ দেখছেন তিনি। একই সঙ্গে ধুঁকতে থাকা ক্লাবটিকে নিয়ে গেছেন লিগ কাপের কোয়ার্টার ফাইনালে।

লিগ কাপে নিয়মিত খেললেও এখনও দেশটির মূল লিগ এমএলএসে অভিষেক হয়নি সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই সুপারস্টারের। এমনকি পূর্ব নির্ধারিত ২১ আগস্টেও অভিষেক হচ্ছে না তার। বিশ্বের অন্যতম সেরা এই জাদুকরের কবে এই লিগে অভিষেক হবে, তা-ও এখনও নিশ্চিত না।

জানা গেছে, মেসি নিজেই তার এমএলএস অভিষেক পিছিয়ে যাওয়ার মূল কারণ। টানা গোল করে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামিকে নিয়ে গেছেন তিনি। আর এ কারণেই লিগে তার অভিষেক পিছিয়ে যাচ্ছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২১ আগস্ট লিগের ম্যাচে এফসি শার্লটের বিপক্ষে মেসির অভিষেক হওয়ার কথা। এ ছাড়া আগামী ১২ আগস্ট সকালে একই দলের বিপক্ষে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেসির দল। এর অর্থ অন্তত একটি দল সেমিফাইনালে যাবে।

এই প্রতিযোগিতার সেমিফাইনাল হবে ১৬ আগস্ট এবং ফাইনাল ২০ আগস্ট। একই সঙ্গে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচও হবে একই দিনে। এর অর্থ ইন্টার মায়ামি বা এফসি শার্লট যেকোনো একটি দল সেমিফাইনাল নিশ্চিত করবে। মূলত সূচির এই জটিল মারপ্যাঁচেই স্থগিত হয়েছে ২১ আগস্টের লিগ ম্যাচ।

সেই হিসেবে সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মেসির এমএলএস অভিষেক হবে। এর আগে, ২৪ আগস্ট এফসি সিনসিনাটির বিপক্ষে ইউএস ওপেন কাপের সেমিফাইনালে তাকে দেখা যেতে পারে। তথ্য সূত্র আরটিভি নিউজ।