News update
  • Dhaka’s air against worst in the world on Sunday     |     
  • 14-year-old Vaibhav Suryavanshi youngest ever IPL cricketer     |     
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     

আর্জেন্টিনার বিপক্ষে ৬ গোল হজমের পর দুর্দান্ত প্রত্যাবর্তনে চ্যাম্পিয়ন ব্রাজিল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-02-17, 12:59pm

5643345-edde1c0306f0a8b68630823fd784b6fc1739775553.jpg




আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলের হার দিয়ে কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিল ব্রাজিল। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আসরের ফাইনাল পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। সেখানেও বাজিমাত করেছে সেলেসাওলা। নিজেদের সেরাটা দিয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।

এবারের আসরের কোনো ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই। ছয় দল নিয়ে গঠিত চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন। সেই হিসেবে চূড়ান্ত পর্বের অঘোষিত ফাইনালে মাঠে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু ম্যাচটি ড্র হওয়ায় চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় সেলেসাওদের।

নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার পুয়ের্তো লা ক্রুজের জোসে আন্তোনিও আনজোয়াতেগি স্টেডিয়ামে চিলিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। এটি তাদের ১৩তম শিরোপা, যা টুর্নামেন্টটির সর্বোচ্চ। যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে জিতেছে ৮ বার।

শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের হয়ে ৭৩তম মিনিটে ডেইভিড ওয়াশিংটন, ৮৬তম মিনিটে পেদ্রিনহো, এবং ৮৮তম মিনিটে গোল করেন রিকার্দো মাথিয়াস। 

চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনারও। তবে শিরোপা জিততে হতে হলে প্যারাগুয়েকে অন্তত ৪ গোলের ব্যবধানে হারাতে হতো আলবিসেলেস্তেদের। সেটা তো হয়ইনি, তারা উল্টো ৩-২ গোলে হেরে যায়।

এই ম্যাচের আগে ৪ ম্যাচে সমান ১০ পয়েন্ট করে পেয়েছে দুই দলই। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে ছিল ব্রাজিল। তাই নিজেদের শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেললেও কিছুটা এগিয়েছিল ব্রাজিল। কারণ, দুই দলই পরের ম্যাচে একই ফলাফল করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হতো সেলেসাওরা। আরটিভি