
ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটির ম্যাচগুলো সাফের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টওয়ার্কজ তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে আসছিলো। কিন্তু হঠাৎ করেই সেই চ্যানেল হ্যাক হয়ে যাওয়ায় বুধবার (২৭ আগস্ট) দুটি ম্যাচসহ পুরো টুর্নামেন্টের লাইভ সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বুধবার এক বিবৃতিতে দক্ষিণ এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা সাফ জানিয়েছে, আমাদের স্ট্রিমিং পার্টনার স্পোর্টওয়ার্কজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে এবং বর্তমানে অচল রয়েছে। দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটেছে একেবারে গুরুত্বপূর্ণ সময়ে, যখন ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ চলছে।
তবে দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে সাফ কর্তৃপক্ষ জানায়, তারা জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টা করছে এবং যত দ্রুত সম্ভব বিকল্প উপায়ে ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হবে।
এদিকে, ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। বাংলাদেশ ইতোমধ্যে ভুটান ও নেপালকে হারালেও ভারতের বিপক্ষে হেরে গেছে। অর্পিতা বিশ্বাসের নেতৃত্বে লাল-সবুজের মেয়েরা আবারও এই তিন দলের বিপক্ষে খেলবে। ৬ ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন।