News update
  • Raise alarm over successive floods and drought in Teesta Basin: IFC     |     
  • UNOPS, Takeda partner to tackle Bangladesh's medical waste crisis     |     
  • Philippine Quake Kills Up to 60 as Rescue Efforts Continue     |     
  • Rohingya Crisis in Myanmar Seen as ‘Test for Humanity’     |     
  • Prof Yunus leaves New York for Dhaka     |     

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-08-29, 7:54am

305df4c7b9554c47096fc464030b7a0b30072ed6e7231b8d-50072d7ea9534413f1838b5441d92b6f1756432491.jpg




দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দু্ই ম্যাচের জন বড় স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা। দলে আছে বেশ কিছু চমক।

ভেনেজুয়েলা ও ইকুয়েডর ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ২৯ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।

তবে সেখানে জায়গা হয়নি ফাকুন্দো মেদিনা ও আনহেল কোরেয়ার। সুযোগ পেয়েছেন ক্লদিও এচেভেরি, অ্যারান ভারেলা ও হোসে ম্যানুয়েল লোপেজরা। কলম্বিয়া ম্যাচে লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় স্কোয়াডে নেই এনজো ফার্নান্দেজ। ইনজুরি থেকে পুরোপুরি সেরা না ওঠায় দলে ফেরেননি লিসান্দ্রো মার্তিনেজ।

লাতিন অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা ৩৫ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ তাদের জন্য কেবল নিয়মরক্ষার। যেখানে নতুনদের যাচাই করে নিতে পারেন কোচ স্ক্যালোনি। আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলাকে আতিথেয়তা দেওয়ার পর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার স্কোয়াড: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গঞ্জালে মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, হুলিও সোলার, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এক্সেকুয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রোপারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, ক্লওদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তাতুওনো, ভ্যালেন্তিন কারবোনি, জিউলিয়ানো সিমেওনে, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হোসেন ম্যানুয়েল লোপেজ।