News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

মেসি আমাকে মেরে ফেলতে চেয়েছিল: মাস্তানতুয়োনো

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-09-05, 8:31pm

2c26779dbd48c88d52905df0a96679a27afb401c79dfd4c4-15046c6c56a564da58b492f0290589641757082662.jpg




রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়ে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো বেশ নামডাক কামিয়েছেন। অবশ্য এই ট্রান্সফারের আগেই আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয়ে গিয়েছিল তার, প্রথম ম্যাচটিতে বদলি হিসেবে নেমে মাত্র ৬ মিনিট খেলার সুযোগ পান। আজ প্রথম খেলতে নেমেছিলেন স্ক্যালোনির শুরুর একাদশে।

মাস্তানতুয়োনোর অভিষেকে লিওনেল মেসিও বদলি হিসেবে খেলেছিলেন। মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আজ মাস্তানতুয়োনোর মতো তিনিও ছিলেন শুরুর একাদশে। দুজনের রসায়ন মন্দ ছিল না। তবে একটি ভুলের কারণে রিয়াল মাদ্রিদ তারকাকে মেসির ঝাড়ি হজম করতে হয়েছে।

ম্যাচের একটি মুহূর্তে মেসিকে পাস না দিয়ে মাস্তানতুয়োনো নিজে শট নেন। সেটা চলে যায় পোস্টের ওপর দিয়ে। পাস না দেওয়ায় ক্ষোভ দেখান মেসি। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের। মাস্তানতুয়োনো ব্যাপারটাকে এভাবে ব্যাখ্যা করেছেন, ‘সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু বিষয়টা বুঝেছে। আমি ক্ষমা চেয়ে নিয়েছি।

ঝাড়ি হজম করলেও আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে খেলতে পারাটাকে স্বপ্নপূরণ হিসেবে দেখছেন মাস্তানতুয়োনো, সেটাও আবার তার সাবেক ক্লাব রিভারপ্লেটের মাঠে। তিনি বলেন, ‘তার সঙ্গে খেলা অসাধারণ। এটা আমার জীবনের স্বপ্ন ছিল। রিভারপ্লেটের মাঠে খেলতে পারা অবিশ্বাস্য। আমি সবসময় বলেছি, ছোটবেলা থেকেই সে আমার আদর্শ। আমি তার পুরো ক্যারিয়ারের খেলা দেখেছি।’

ম্যাচের ৫৮ মিনিটে মাস্তানতুয়োনো একটি শট নিয়েছিলেন, যেটা পোস্টের ওপর দিয়ে চলে যায়। রিয়াল মাদ্রিদ তারকা হয়তো সেই মুহূর্তের কথাই বলেছেন। এর কিছুক্ষণ পর তাকে উঠিয়ে নেন স্ক্যালোনি, বদলি হিসেবে নামেন নিকোলাস গঞ্জালেস।