News update
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     
  • High medicine prices threaten healthcare of poor communities     |     
  • Curtain falls on a political giant as Khaleda Zia passes into history     |     

বিমানের এমডির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2022-11-01, 7:52pm




বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ যাহিদ হোসেন এর সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাক্ষাৎ করেছেন।

আজ বিমানের প্রধান  কার্যালয় বলাকায় বিমানের এমডি ও সিইও  রাষ্ট্রদূতকে স্বাগত জানান। 

এসময় আনুষ্ঠানিক বৈঠকে জাপান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং  গ্রাহক সেবা উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে এ বিষয়ে জাপানের রাষ্ট্রদূত সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তথ্য সূত্র বাসস।