News update
  • Smear campaigns being carried out to eliminate BNP: Rizvi     |     
  • Prof Yunus Urges Economy Focused on Social Good, not Wealth     |     
  • Dembele crowned king: PSG star wins Ballon d’Or     |     
  • A Genocide Position Paper on the Plight of Palestine      |     
  • Economy must move beyond narrow wealth accumulation: Yunus     |     

ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-09-22, 8:31pm

gfdffsdfsdf-69d31ebb916225c37061386826e080031758551493.jpg

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)–এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুহুল কুদ্দুস খান



দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)–এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রুহুল কুদ্দুস খানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

রুহুল কুদ্দুস খান ১৯৯৬ সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রামে (ইউএফএলপি) ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রায় তিন দশকের অভিজ্ঞতায় তিনি বাংলাদেশ ও ভারতে সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে নেতৃত্ব দিয়েছেন। ইউবিএল-এ সাপ্লাই চেইন ডিরেক্টর ও পরে হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড লজিস্টিকস হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইনকে আধুনিক, দক্ষ ও ভবিষ্যৎ-উপযোগী ব্যবস্থায় রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ডেটা অ্যানালিটিক্স, প্রসেস অটোমেশন, ডিজিটাল রূপান্তর এবং গ্রাহককেন্দ্রিক কৌশল বাস্তবায়নে তাঁর অবদান উল্লেখযোগ্য। পাশাপাশি নেট জিরো অর্জনে ইউনিলিভার বাংলাদেশের অগ্রযাত্রায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ইউনিলিভারের পাকিস্তান, তুরস্ক, আরব ও বাংলাদেশ (পিটিএবি) ক্লাস্টারের প্রধান শাজিয়া সাইয়েদ বলেন, “রুহুল ব্যবসা রূপান্তর, কঠিন পরিস্থিতি সামলানো এবং ইতিবাচক প্রভাব সৃষ্টিতে সফল নেতৃত্বের উদাহরণ। তাঁর দক্ষতা ও আন্তরিকতা ইউনিলিভার বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান (আইআইটি) থেকে ডিগ্রি অর্জনকারী রুহুল কুদ্দুস খান বর্তমানে বাংলাদেশে সাপ্লাই চেইন ও অপারেশনস খাতের অন্যতম শীর্ষ নেতৃবৃন্দ হিসেবে পরিচিত।

নতুন নেতৃত্বে ইউনিলিভার বাংলাদেশ টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে স্টেকহোল্ডারদের জন্য অর্থবহ অবদান রাখার পাশাপাশি মানুষের জীবন ও পরিবেশে ইতিবাচক প্রভাব রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।