News update
  • Prof Yunus Urges Economy Focused on Social Good, not Wealth     |     
  • Dembele crowned king: PSG star wins Ballon d’Or     |     
  • A Genocide Position Paper on the Plight of Palestine      |     
  • Economy must move beyond narrow wealth accumulation: Yunus     |     
  • Guterres Urges Recommitment to Two-State Israel-Palestine Solution     |     

বন্ধ থাকা ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করল ডিএসই

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-09-23, 6:21pm

erter435-f0096f7f7892f698457e0c7fbfe14d641758630074.jpg




শেয়ারের দাম কারসাজি ও গুজব ঠেকানোর পদক্ষেপ হিসেবে বন্ধ থাকা ৩০টি কোম্পানির তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর মধ্যে দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ তালিকা পাওয়া গেছে।

ডিএসই প্রকাশিত তালিকা অনুযায়ী, উৎপাদন বন্ধ রাখা কোম্পানিগুলো হলো—অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, অ্যারামিট সিমেন্ট, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, দুলামিয়া কটন, এমারেল্ড অয়েল, ফ্যামিলি টেক্স, জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশনস, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং, নিউ লাইন ক্লোথিংস, নর্দার্ন জুট, নুরানি ডায়িং, প্রাইম টেক্সটাইল, আরএসআরএম, রিজেন্ট টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, তুং হাই নিটিং, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনিং, শ্যামপুর সুগার, উসমানিয়া গ্লাস শিট, রহিমা ফুড ও হামিদ ফ্যাব্রিক্স।