News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

আসছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ, থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-12-25, 7:52pm

img_20241225_195052-42b6385c96cf07fd357cf68aa89d98021735134767.jpg




ফটোগ্রাফিকে নিখুঁত এবং প্রাণবন্ত করে তুলতে স্মার্টফোনে টেলিফটো প্রযুক্তি নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এক্স২০০ এর মাধ্যমে আবারও ফিরছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ। এতে থাকছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস এর লেন্স। জাইস এর সাথে যৌথভাবে তৈরি অত্যাধুনিক উদ্ভাবনী সংযোজন এই জাইস টেলিফটো ক্যামেরা বদলে দেবে ফটোগ্রাফির সংজ্ঞাই।

চলছে বেড়ানোর মৌসুম। পাহাড় বা সাগর যাই সামনাসামনি দেখা হোক না কেন ক্যামেরায় তা ধারণ করা চাই। আবার মন মতো পোর্ট্রেটও দরকার। দূরত্বের এই হেরফেরের কারণে ফটোতে ডিটেইল আর শার্পনেস রাখাটা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ দূর করে দিচ্ছে জাইস টেলিফটো ক্যামেরা। দূরত্ব যতই হোক ছবিটা আসবে প্রাণবন্ত ও বাস্তব। 

কেবল প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য নয়; শখের ফটোগ্রাফার থেকে শুরু করে যারা স্মৃতি ধরে রাখতে চান, সবার জন্যই টেলিফটো প্রযুক্তি এক দুর্দান্ত অভিজ্ঞতা। টেলিফটো প্রযুক্তির আরেকটি বিশেষ দিক হলো, এটি পোর্ট্রেট এবং ম্যাক্রো ফটোগ্রাফিতে অসাধারণ। টেলিফটো পোর্ট্রেট ফিচার দিয়ে সাবজেক্টের ওপর ফোকাস রেখে ব্যাকগ্রাউন্ডকে ব্লার বা ঝাপসা করা যায়, যা ছবিকে ডিএসএলআর-এর মতো নিখুঁত করে তোলে। টেলিফটো ম্যাক্রো ফিচার দিয়ে ক্ষুদ্র বিষয়গুলোও স্পষ্টভাবে তুলে আনা যায়। এবার এই টেলিফটো প্রযুক্তিকে বাংলাদেশে নিয়ে আসছে ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০। 

ভিভো এক্স২০০ স্মার্টফোনে থাকা ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, ভিসিএস ট্রু কালার মেইন ক্যামেরা এবং ১০০ গুণ হাইপারজুম স্মার্টফোন ফটোগ্রাফিতে দেবে দারুণ অভিজ্ঞতা। শুধু ক্যামেরা নয়, ভিভো এক্স২০০ স্মার্টফোনে আছে ৫৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারি, ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ এবং কোয়াড কার্ভড ডিসপ্লে ।

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানা গেছে, শিগগিরই ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স২০০ বাংলাদেশে নেচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক দুইটি রঙে পাওয়া যাবে।