News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

ভিভো ওয়াই২৯: ৫ বছরের ব্যাটারি হেলথ, প্রি-অর্ডার করলেই বিশেষ উপহার

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-02-22, 10:38pm

erwr23423-a9da46ea40cdd9975dd41a3970b8b5771740242323.jpg




দীর্ঘস্থায়ী ব্যাটারি ও আধুনিক ডিজাইনের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৯ এর প্রি-অর্ডার শুরু হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রি-অর্ডার চলবে আগামী ২৪ ফ্রেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে প্রি-অর্ডার করে থাকলে গিফট হিসেবে থাকছে রিরো বি১০ নেকবেনড, যার মূল্য ৯৯৯ টাকা। ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যে কোনো অথরাইজড শপে স্মার্টফোনটির প্রি-অর্ডার করতে পারবেন ক্রেতারা। 

৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এর সাহায্যে ওয়াই২৯ দিচ্ছে এক ব্যতিক্রমী ব্যাটারি লাইফ, যা ব্যবহারকারীদের দিনভর নির্বিঘ্নে গেমিং, স্ট্রিমিং ও মাল্টিটাস্কিং করতে সাহায্য করবে। পাশাপাশি ৫ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করার জন্য এতে রয়েছে উন্নত প্রযুক্তি, যা দীর্ঘ সময় ব্যাটারির কার্যক্ষমতা অটুট রাখবে। 

একটানা ১৩ ঘণ্টারও বেশি সময় ফোন ব্যবহারের এবং ৪০ ঘণ্টারও বেশি সময় ভিডিও প্লেব্যাক করার ক্ষমতা ভিভো ওয়াই২৯ ফোনের ব্যাটারিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলে। এছাড়া ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তির সাহায্যে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে মাত্র ৯২ মিনিট। আর এক চার্জেই এর ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম ২ দিন পর্যন্ত। এদিকে স্মার্টফোনটির ব্লুভোল্ট প্রযুক্তি শুধু দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফই নয়, বরং উন্নত কুলিং সিস্টেমের মাধ্যমে ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকেও রক্ষা করে।

পারফরম্যান্সের পাশাপাশি ভিভো ওয়াই২৯ ডিজাইনেও নিয়ে এসেছে নতুনত্ব। অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন এবং স্কট এ গ্লাস থাকায় ফোনটি দৈনন্দিন ব্যবহারে আরও টেকসই এবং দুর্ঘটনাজনিত ধাক্কা বা পড়ে যাওয়া প্রতিরোধ করতে সক্ষম। এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন ও মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন থাকায় এটি যেকোনো প্রতিকূল অবস্থাতেও টিকে থাকতে পারে। এছাড়া, স্টাইলিশ “এলিগেন্ট হোয়াইট” এবং “নোবেল ব্রাউন” রঙের অপশন গ্রাহককে দিবে এক প্রিমিয়াম লুক ও অনুভূতি। এই স্মার্টফোনটি ব্যবহারকারীদের দেবে একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।