News update
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     

ফেসবুকের ভাইরাল ট্রেন্ডিং ছবি, ব্যবহারকারীরা কি বলছেন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-09-15, 1:51pm

546345342532-080501173ed65638aab4cdc068fade081757922707.jpg




ফেসবুক মানেই নতুন নতুন ট্রেন্ড। তাতে মিশে যান আট থেকে আশি—সবারই। কখনও ঘিবলি থিম, কখনও আবার বুড়ো বয়সের ছবির ঝড় ওয়ালে। বর্তমানে ফেসবুক ফিডে ভর করে শুধুই শাড়ি পরা তরুণীদের ছবি। কারও মাথায় ফুলের মালা, কেউ বসে রয়েছেন ফুলের তোড়া হাতে, আবার কেউ বর্ষার ভেজা মুহূর্তের ছবি শেয়ার করছেন। এই ছবির পেছনে হাত রেখেছে Gemini AI।কিন্তু অনেকেই এখনও বুঝে উঠতে পারছেন না, কীভাবে তৈরি করবেন এমন ছবি।

এই কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ইমেজ টুল যে কোনো সাধারণ ছবিকে হাইপার-রিয়ালিস্টিক থ্রিডি মডেলে রূপান্তর করতে পারে। এতে চরিত্র, পোশাক, ব্যাকগ্রাউন্ডসহ সব সূক্ষ্ম উপাদান অত্যন্ত সঠিকভাবে ধরা যায়। ফলে এটি অনন্য ডিজিটাল কালেক্টিবল ফিগার তৈরির জন্য উপযুক্ত। অনেকে জেমিনি এআইকে প্রম্ট দিলেও ঠিকমতো ছবি পাচ্ছেন না। কারণ কী? মূল বিষয় হলো স্পষ্ট নির্দেশনা। আপনি ঠিক কেমন ছবি চান, পোশাক, চুল, মেকআপ, আলো এবং ছবির মান সবকিছু পরিষ্কার ভাষায় Gemini AI-কে বলতে হবে।

বস্তুত, স্পষ্ট নির্দেশনা দিয়েই তৈরি হবে আপনার কাঙ্ক্ষিত থ্রিডি ভাইরাল ছবি। আর হ্যাঁ, মনে রাখবেন যত বেশি বিস্তারিত, তত বেশি নিখুঁত ফলাফল।

ভাইরাল এই ট্রেন্ডিং ব্যবহারকারী জেনিফা আবেদীন। তিনি পেশায় একজন ব্যাংকার। জেনিফা এই ভাইরাল ট্রেন্ডিং নিয়ে আরটিভি অনলাইনকে বলেন, জেমিনি এ আই বর্তমান এ নতুন একটা ডাইমেনশন ক্রিয়েট করলো। অনেকে এখন ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে নিজেকে নতুন করে দেখছে। সব নতুন জিনিস এর ভালো লাগা খারাপ লাগা আছে। ভাষা যদি আমরা ঠিক মত বুঝাতে না পারি তাহলে এর আউটপুট ঠিক মত আসে না। তা অনেক সময় আমাদের সময় নষ্ট হয়।

তিনি আরও বলেন, সব চেয়ে ভালো দিক আমি যেটা মনে করি সেটা হলো মানুষ নতুন করে কথা শিখছে নিউ টেকনোলজি ইউজ করে। কারণ আমি যত ভালো ভাবে গুছাই দিব ইনপুট আমার রেজাল্ট তত বেটার আসবে। আর আমি এই ট্রেন্ড ফলো করে নিজের যে ছবি পেলাম তাতে দেখতে আমার ভালই লাগলো।

নিচে ধাপে ধাপে দেখানো হলো, কীভাবে আপনি নিজের মতো করে কয়েক মিনিটে এমন থ্রিডি ভাইরাল ছবি তৈরি করতে পারেন। চলুন সেই ধাপ সম্পর্কে জেনে নেই: 

প্রথমে Gemini AI খুলুন। বামদিকে নিচে ‘+’ চিহ্নে গিয়ে নিজের ছবি আপলোড করুন। তারপর লিখুন,  [‘Convert, 4k HD realistic, A stunning portrait of a young Indian woman with Long, dark hair cascading over her shoulders. She is wearing a translucent, elegant saree draped over one shoulder, revealing a fitted blouse underneath. She is looking straight to her right, with a soft, serene expression. I want same face as I uploaded no alternation 100 percent same. The background is a plain, warm-toned wall, illuminated by a warm light source from the right, creating a distinct, soft-edged shadow of her profile and hair on the wall behind her. The overall mood is retro and artistic.”]

এ কমান্ডটি দেওয়ার পর Gemini আপনার আপলোড করা ছবির ওপর ভিত্তি করে একটি থ্রিডি ফিগারিন ইমেজ তৈরি করবে। এবার আপনি যে রঙের শাড়ি চান, বা যেমন হেয়ার স্টাইল চান, তা মেনশন করে দিন।ব্যস কেল্লাফতে! পেয়ে যাবেন ছবি। এভাবে চেষ্টা করেই দেখুন। তবে শুধু শাড়ি পরা নয়, এভাবে নিজের মতো করে প্রমপ্ট করেই পেতে পারেন যে কোনও রকমের ছবি।

Prompt:

"A highly detailed 1/7 scale figurine of the characters from the provided picture, crafted in a realistic style, is displayed in a real-world environment. The figurine is posed dynamically on a round, transparent acrylic base with no text, placed on a sleek, modern computer desk made of wood with a glossy finish. The desk is organised, featuring a monitor, keyboard, and a few small accessories like a pen holder and a coffee mug. The computer screen prominently displays the ZBrush modeling process of the figurine, showcasing intricate sculpting details, wireframes, and texture maps in progress. Next to the monitor, a BANDAI-style toy packaging box stands upright, featuring vibrant, two-dimensional flat illustrations of the characters in dynamic poses, with the original artwork faithfully reproduced. The scene is well-lit with natural light streaming through a nearby window, casting soft shadows and emphasising the figurine’s realistic textures and fine details."

যখন মডেলটি প্রস্তুত হয়ে যাবে, তখন আপনি কোনো খরচ ছাড়াই চিত্রটি ডাউনলোড করতে পারবেন। এরপর চাইলে সেটি শেয়ার করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্স (সাবেক টুইটার)-এ—একটি সম্পূর্ণ ইউনিক ডিজিটাল ক্রিয়েশন হিসেবে। এই সহজ প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হচ্ছে এখনকার ফেসবুকের ভাইরাল ফটো ট্রেন্ড।আরটিভি