News update
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     

ঘূর্ণিঝড় 'রেমাল' ক্ষতিগ্রস্ত উপকারভোগী বাছাই সংক্রান্ত প্রস্তুুতিমূলক সভা

বিপর্যয় 2024-07-07, 9:36pm

a-preparatory-meeting-was-held-in-kalapara-on-monday-to-identify-the-cyclone-remal-affected-people-in-the-area-955dd1d5d255edaeb6d365366839e7bd1720366567.jpg

A preparatory meeting was held in Kalapara on Monday to identify the Cyclone Remal affected people in the area.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় 'রেমাল' ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি পূন: নির্মান মেরামতের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ কল্যান তহবিল হতে উপজেলাওয়ারী প্রদত্ত সহায়তা বিতরনে সঠিক উপকারভোগী বাছাই সংক্রান্ত প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা প্রশাসনের পায়রা সভাকক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট এলাকার  পৌর মেয়র ইউনিয়ন  চেয়ারম্যানদের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক  ৬৮ জন ক্ষতিগ্রস্তদের বাছাই করে জনপ্রতি বান ঢেউটিন হাজার টাকা প্রদান করার সিদ্ধান্ত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়াম্যান অধ্যাপক ইউসুফ আলী, ধানখালী ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান শাহাজাদা পারভেজ টিনু মৃধাপ্রেসক্লাব সভাপতি হুমাযুন কবির প্রমূখ।

এময় বিভিন্ন ইউনিয়নের চেয়াারম্যান, ইউপি সদস্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ