বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের গেট ভাঙচুর করেছে কোটা সংস্কারের দাবিতে নামা আন্দোলনকারীরা। এ সময় ভবনটির রিসিপশন ও যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে রামপুরা ব্রিজ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দল বিটিভির প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং এরপর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এর আগে, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। তথ্য সূত্র আরটিভি নিউজ।