News update
  • St Martin’s reopens, but no ships sail as overnight stays banned     |     
  • Chief Adviser directs armed forces to prepare for election security     |     
  • After rain ‘Moderate’ air quality recorded in Dhaka on Sunday     |     
  • Dealers blamed for artificial fertiliser shortage in Rangpur     |     
  • At Least 50 Dead as Caribbean Recovers from Hurricane Melissa     |     

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১শ’৮৫ কেজি ওজনের পাখি মাছ

মৎস 2022-09-15, 7:46pm

kalapara- a fish weighing 185 kg has been caught in the net of a fisherman in kuakata



পটুয়াখালী: কুয়াকাটা  সংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১শ‘ ৮৫ কেজি ওজনের ১ টি পাখি মাছ বা সেইল ফিস। এটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ দেড় ফুট। 

বুধবার রাতে বঙ্গোপসাগরে এ মাছটি ধরা পড়ে। পরে বৃহস্পতিবার  দুপুরে বিক্রির উদ্দেশ্যে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন ওই ছেলে। উপকূলীয় এলাকায় এ মাছের চাহিদা না থাকায় মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামের এক মাছ ব্যবসায়ী। 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এমাছ সাধারনত গভীর সাগরে বিচরন করে। এ মাছ দ্রুতগামী ও সাধারণত বেশি ওজনের হয়। এমাছ সচরাচর ধরা পড়েনা। - গোফরান পলাশ