News update
  • Dhaka breaths ‘very unhealthy’ air Wednesday morning     |     
  • Referendum Ordinance, 2025 issued     |     
  • Chemical fertilizer overuse threatens soil health in northern BD     |     
  • C.A. Yunus expresses concern, sympathy over Korail slum fire     |     
  • UNAIDS Warns of Deepest HIV Response Setback in Decades     |     

কুয়াকাটায় জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের 'ট্রেভ্যালি ফিশ', বিক্রি ২৪ হাজার টাকায়

মৎস 2025-09-12, 10:26pm

a-traveli-figh-weighing-30-kg-was-caught-in-the-net-of-a-kuakata-fisherman-1f8160e8a80a7a77c137786500d02dab1757694419.jpeg

A Traveli figh weighing 30 kg was caught in the net of a Kuakata fisherman.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে খবিরের জালে ধরা পড়েছে এক বিশাল তবলা মাছ। বৃহস্পতিবার সকালে মাছটি ধরা পড়ার পর মহিপুর মৎস্য বন্দরে তহুরা মৎস্য আড়তে নিয়ে আসা হলে এলাকাজুড়ে হইচই পড়ে যায়। এটি এক নজর দেখতে ভিড় করে শতশত মানুষ। 

স্হানীয়ভাবে এটাকে তবলা মাছ বলে, এটি 'ট্রেভ্যালি ফিশ' নামে পরিচিত। এ মাছ সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং মাংসে কাঁটা কম থাকে বলে ভোজন রসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কুয়াকাটা অঞ্চলে এটি “তবলি”, “বগা” কিংবা “খাঁদিয়া” নামেও পরিচিত।

ধরা পড়া মাছটির ওজন প্রায় ৩০ কেজি। মাছটি নিয়ে জেলে খবির মহিপুর তহুরা মৎস আড়তে  উঠতেই মাছটি বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়, যা কেজি প্রতি প্রায় ৮০০ টাকা দরে বিক্রি হয়।

মৎস্যজীবীরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের গভীরে এই প্রজাতির মাছ সচরাচর পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে যে মাছটি পাওয়া গিয়েছে এটি ক্যারেনজিট ফ্যামিলির ফ্যাজেলি জাতীয় মাছ। এ মাছটি আকারে অনেক বড় হয়। এটি গুরুত্বপূর্ণ মাছ। এটির অর্থনৈতিক গুরুত্বও রয়েছে অনেক। আশা করছি এ জাতীয় মাছ জেলেদের জালে বেশি বেশি ধরা পড়বে। এসব মাছ আহরণের মাধ্যমে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে। - গোফরান পলাশ