News update
  • Modi-Yunus Talks to Boost Dhaka-New Delhi Ties     |     
  • 10m SIM Holders Left Dhaka During Eid, 4.4m Returned     |     
  • Bangladesh Moves Up in Global Passport Strength Index     |     
  • Protests in India over Waqf (Muslim gift) Amendmdment Bill     |     

ফিটনেসবিহীন গাড়ীর দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

যোগাযোগ 2025-01-11, 10:45pm

govt-seal-22af636f61e9d183cf4f71acd6a248011736613943.jpg

Govt seal



ঢাকা, ১১ জানুয়ারি: ফিটনেসবিহীন গাড়ীর দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত বিআরটিএ-এর সদর কার্যালয়ে বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীগণের সাথে মতবিনিময় সভা ও সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ মন্তব্য করেন।

ফাওজুল কবির খান বলেন, অসহনীয় যানজট, অনিয়ন্ত্রিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে বিআরটিএ কে দক্ষ ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আহ্বান জানান তিনি এবং বিআরটিএ-এর সেবা প্রদান প্রক্রিয়াগুলো আরো সহজ ও জনবান্ধব করার নির্দেশনা দেন।

সড়কে দুর্ঘটনা বৃদ্ধির প্রাথমিক দায় বিআরটিএকে নিতে হবে উল্লেখ করে সড়ক উপদেষ্টা সাধারণ মানুষ বিআরটিএ-এর ওপর বিরক্ত এবং এ অবস্থার উত্তরণে বিআরটিএকে জনসাধারণের সেবক হিসেবে কাজ করতে বলেন। এসময় উপদেষ্টা বিভিন্ন জেলা থেকে আগত বিআরটিএ-এর কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য শুনেন এবং তাদের সেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সড়কে সংঘটিত দুর্ঘটনা এখন থেকে অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে বলে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা উপদেষ্টা আরো বলেন, সড়কে মৃত্যুর দায় আমাদের সবাইকে নিতে হবে। মানুষের জীবন অমূল্য তাই আমাদের সকলকে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করতে হবে; পাশাপাশি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মোঃ খোদা বখস চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এছাড়া সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, ছাত্র-জনতার প্রতিনিধিবৃন্দ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। - তথ্যবিবরণী