News update
  • WFD 2025: Mass Fish Death in Indian Rivers     |     
  • 3rd aftershock quake jolts Narsingdi, adjacent districts     |     
  • G20 Backs Climate Declaration as US Boycotts Summit     |     
  • Two Mild Quakes Jolt Dhaka; Epicentres Traced to Badda     |     
  • Bangladesh earthquake death toll rises to 10; scores injured     |     

কলাপাড়ায় ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজনীতি 2022-08-04, 9:23pm

BNP's front organisations Chhatra Dal ans Juba Dal organised demonstration in Kalapara on Thursday



পটুয়াখালী: দেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি'র কেন্দ্র ঘোষিত সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষন ও নির্বিচারে হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা ছাত্রদল ও যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনঃরায় দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.হারুন-অর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. কবিরুল ইসলাম মৃধা প্রমূখ  ।

এসময় বক্তারা নির্বিচারে গুলি করে হত্যার বিচার সহ নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন দাবী করেন।