News update
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     

ঢাবিতে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৭

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-09-27, 7:03pm

img_20220927_190150-5640c31466fbd151d208d32549df32321664283800.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ছাত্রদলের সাতজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাবি ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ক্যাম্পাসে আসবেন— এমন খবরে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে অবস্থান নেয় ছাত্রলীগ।

এ সময় ছাত্রলীগ কর্মীদের রড ও লাঠির আঘাতে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আরও ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ছাত্রদলের অন্য কর্মীরা। এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ছাত্রদলের কমিটির সদস্যরা ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানাতে তরুণ চত্বর থেকে মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় এফ রহমান হল এবং জহিরুল হক হলের ভেতর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা রড লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।