News update
  • Khaleda Zia’s Mausoleum Opens to Public at Zia Udyan     |     
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     
  • Stocks advance at DSE, CSE in early trading     |     
  • In grief, Tarique Rahman finds family in the nation     |     

রাতেই জনসমুদ্রে পরিণত হবে সিলেট নগরী : মেয়র আরিফ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-11-18, 5:16pm




বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শুক্রবার রাতের মধ্যেই সিলেট নগরী জনসমুদ্রে পরিণত হবে।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

মেয়র আরিফুল হক বলেন, সিলেটে বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা থেকে গণসমাবেশস্থল সিলেট আলিয়া মাদরাসা মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বাধা-বিপত্তি মাথায় নিয়েই গত ১৩ বছর ধরে সব কাজ করছি। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠের কাজও শেষ। আজ রাতের মধ্যেই পুরো শহর লোকারণ্য হবে।

দেখা গেছে, সমাবেশে আসা নেতাকর্মীদের জন্য চলছে রান্নার কাজ। বিনামূল্যে খাবার বিতরণ করছেন প্রবাসী নেতাকর্মীরা। ফ্রি ফুড ক্যাম্প থেকে পানি, ফলমূল, রুটি, কলা ও খিচুড়ি বিতরণ করা হচ্ছে সমাবেশস্থলেই।

মেয়র মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সহসম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।