News update
  • Ctg Port’s historic milestone in 2025 container handling, revenue     |     
  • NBR Probes Bank Records of 100 Exporters Over Bond Abuse     |     
  • Hadi murder case: Sanjay, Faisal give ‘confessional’ statements     |     
  • Islami Bank organizes orientation for 1000 Trainee Assistant officers     |     
  • 2025: People’s Resistance Against Hydro Projects in Himalaya     |     

নির্বাচন কালীন সরকার বিষয়ে সংবিধান সংশোধনই সংকট মুক্তির উপায় -মুসলিম লীগ

রাজনীতি 2023-01-25, 7:16pm

bangladesh-muslim-league-discussion-and-doa-mahfil-held-on-wednesday-25-jan-2023-0ae1b9ccf0efd74324dca90e21eabefa1674652580.jpg

Bangladesh Muslim League discussion and doa mahfil held on Wednesday 25 Jan 2023



বিগত দুটি জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনরা জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায়, সরকার জনসমর্থন হারিয়েছে; জনগণ হারিয়েছে নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা। অপরদিকে সরকার, বিরোধী দলগুলোর যৌক্তিক দাবীসমূহ মূল্যায়ন ও আন্তরিকতার সাথে বিবেচনা না করে বরং বিভিন্ন অপকৌশলে বিরোধী মতকে দমনের চেষ্টা করায় রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়ে অভ্যন্তরীণ গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। দেশের গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার নিয়ে বিশ্বের অন্যতম পরাশক্তি দেশগুলোর পাল্টাপাল্টি মন্তব্য, প্রশাসনের একটি বাহিনীর উপর মার্কিন নিষেধাজ্ঞা, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের দফায় দফায় জরুরী সফর, নিষেধাজ্ঞা কবলিত রাশান জাহাজ দিয়ে পণ্য প্রেরণের প্রচেষ্টা, আন্তর্জাতিক জোটে যোগ দেয়ার প্রশ্নে বিভিন্ন দেশের অতি উৎসাহ-সতর্ক বাণী সব মিলেমিশে ভবিষ্যতে এক ভয়াবহ আন্তর্জাতিক আগ্রাসনের বার্তা দিচ্ছে। সরকার একদিকে জনগণের আস্থা সংকটে ভুগছে অপরদিকে মধ্যরাতের ভোটের কারণে সৃষ্ট আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্যতা সংকট তাদের কূটনৈতিক কৌশলকে বারবার ব্যর্থ করে দিচ্ছে। দক্ষতা ও দৃঢ়তার সাথে এ পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হলে আগ্রাসী দেশগুলো আমাদের মানচিত্রকে তাদের দাবা খেলার ছকে পরিণত করতে পারে, যা হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকি। বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পদক্ষেপ হিসাবে নির্দলীয় নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন বিষয়ে সংবিধান সংশোধন ও প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কারই সরকারের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে যা জাতিকে যে কোন ধরণের সংকট ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলার প্রেরণা যোগাবে। 

আজ (২৫ জানুয়ারী ২০২৩) সকাল ১১.০০টায় বাংলাদেশ মুসলিম লীগের পুনর্গঠক ও সাবেক সভাপতি, তৎকালীন জাতীয় পরিষদের লিডার অব দ্যা হাউজ, উপমহাদেশের কিংবদন্তীতুল্য পার্লামেন্টারিয়ান খান এ সবুরের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা ও দোয়া মাহফিলে দলীয় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। দলের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, প্রচার সম্পাদক শেখ এ সবুর, কেন্দ্রীয় নেতা এ্যাড হাবিবুর রহমান, ওয়াহিদুজ্জামান, খোন্দকার জিয়াউদ্দিন, মামুনুর রশীদ, আব্দুল আলিম, মুসলিম ছাত্রলীগের সভাপতি নুর আলম প্রমুখ। সভা শেষে মরহুম খান এ সবুরের স্মৃতিচারণ ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বার্তা প্রেরক - কাজী এ.এ কাফী, অতিঃ মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০