News update
  • Recommendations on July Charter implementation submitted to CA     |     
  • Cyclonic storm ‘Montha’ now severe cyclonic storm; unlikely to hit BD     |     
  • Gaza Families Face Dire Shortages as Aid Efforts Expand     |     
  • Govt to Build 90 Cyclone Shelters to Boost Coastal Safety     |     
  • Deadlock between 2 departs brings Gomti Bridge Project to halt     |     

বসে থাকলে চলবে না, ঐক্যবদ্ধ হতে হবে : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-03-02, 9:48pm

resize-350x230x0x0-image-214283-1677764385-795616fcc58b4de9a61e2fac9529954a1677772112.jpg




দেশের বর্তমান পরিস্থিতিতে বসে থাকলে চলবে না, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় চেপে বসেছে। তারা আবারও বাকশাল কায়েম করতে চায়। অর্থনীতিকে ধ্বংস করে লুটের রাজত্ব কায়েম করা হয়েছে।

তিনি বলেন, মানুষ ভোট দিতে পারছে না। ভিন্নমত পোষণ করতে পারছে না। ভিন্ন মত প্রকাশ করলেই কারাগারে যেতে হচ্ছে। সৎভাবে কেউ ব্যবসা করতে পারছেন না।

বিএনপির এই নেতা বলেন, দেশে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। এ অবস্থায় বসে থাকলে চলবে না। সামনে একটাই পথ, আন্দোলন আন্দোলন এবং আন্দোলন।

তিনি বলেন, স্বাধীনতা, ভোটাধিকার এবং গণতন্ত্রকে রক্ষা করতে হবে। চলমান যুগপৎ আন্দোলনে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই আন্দোলন গোটা জাতির।

আলোচনা সভায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ অনেকেই উপস্থিত ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।