News update
  • RAB Officer Killed, Three Injured in Sitakunda Attack     |     
  • Bangladesh Plans Padma Barrage, First Phase at Tk34,608cr     |     
  • US Expands Trump’s Gaza Peace Board, Invites More States     |     
  • Spain Train Collision Kills 21, Leaves Dozens Injured     |     
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     

সময় শেষ হয়ে যাওয়ার আগেই দম্ভ ও জেদ পরিহার করে পদত্যাগ করুন - গণতন্ত্র মঞ্চ

এখনও পর্যন্ত শান্তিপূর্ণ পথে সরকারের বিদায় নেওয়ার সুযোগ আছে

রাজনীতি 2023-05-30, 11:49pm

platform-for-democracy-poster-on-road-march-37a0a5336bda35c4f567f0dfaaae0e511685468969.jpg

Platform for Democracy poster on road march.



অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পথ খুলে দিন। আর একটি তামাশার নির্বাচনের সুযোগ দেশবাসী সরকারকে দেবে না।

আজ বিকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায়  নেতৃবৃন্দ  সময় শেষ হয়ে যাওয়ার আগেই সরকার ও সরকারি দলকে দম্ভ ও জেদ পরিহার করে অবিলম্বে পদত্যাগের মধ্যে দিয়ে  অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দেওয়ার আহবান জানান এবং বলেন, এখনও পর্যন্ত শান্তিপূর্ণ পথে সরকারের বিদায় নেওয়ার সুযোগ আছে। এই সুযোগ কাজে না লাগালে গণ আন্দোলনের পথে লজ্জাজনকভাবেই সরকারকে বিদায় নিতে হবে।

সভায় নেতৃবৃন্দ বলেন, ২০১৪  ও ২০১৮ সালের মত আর একটি নির্বাচনী তামাশার সুযোগ এবার আর দেশের মানুষ সরকারকে দেবে না। 

নেতৃবৃন্দ বলেন,  সরকার  বেসামাল হয়ে পরিকল্পিত ভাবে দেশকে  ভয়ংকর অনিশ্চয়তা ও সংঘাত  সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এর পুরো দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে। 

নেতৃবৃন্দ বলেন,  আওয়ামী লীগ এখন আর  জনগণের ভোটের অধিকার - গণতন্ত্রে বিশ্বাস করে না; জবরদস্তি করে ক্ষমতায় থাকতেই তারা পছন্দ করে। নিয়মতান্ত্রিক ভাবে সরকার পরিবর্তনের রাস্তাও  তারা বন্ধ করে দিয়েছে।  তারা দেশ ও জনগণকে বাঁচাতে দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে গণসংগ্রামে এগিয়ে আসার ডাক দেন।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্য এর সভাপতি মাহমুদুর রহমান মান্না , গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক  এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী ।

সভায় আরও উপস্থিত ছিলেন  নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার ,  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক , গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য  বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র  সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন  ও কেন্দ্রীয় নেতা দিদার ভুঁইয়া, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান। 

সভায় গৃহীত এক প্রস্তাবে আদা  পিঁয়াজসহ অতি আবশ্যক ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং বলা হয় বাজার সিন্ডিকেটের সাথে যোগসাজশের বাজারে এই নৈরাজ্য দেখা দিয়েছে। 

সভার প্রস্তাবে আগামী ৪ থেকে ৭ জুন ২০২৩ গণতন্ত্র মঞ্চের ঢাকা দিনাজপুর রোড়মার্চ  সফল করার আহবান জানানো হয়। - প্রেস বিজ্ঞপ্তি