News update
  • Elderly Rohingya killed, two hurt in stampede at iftar crowd     |     
  • Conflict, hunger, poverty impede children's early growth: Türk     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ Friday morning     |     
  • Guterres to urge more humanitarian assistance for Rohingyas     |     
  • Iran, US tensions up as Trump sends letter to Khamenei      |     

বাংলার মাটিতে সকল গুম খুনের বিচার হবে

রাজনীতি 2023-12-10, 7:09pm

peshajibi-ganatantrik-jote-organised-a-human-chain-in-the-capital-on-the-human-rights-day-on-sunday-c4449db98c4baf15870f0470741376ce1702223550.jpeg

Peshajibi Ganatantrik Jote organised a human chain in the Capital on the Human Rights Day on Sunday. Photo - Courtesy.



১০ ডিসেম্বর ২০২৩, সকাল ১০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে। ❝গুম-খুন,সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ এবং বাংলাদেশ ইয়ূথ ফোরাম এর সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ও জিয়া নাগরিক সংসদের সাধারণ সম্পাদক আসাদুল হক জোয়ারদার(ওয়াহিদুল)'র মুক্তির দাবিতে❞ সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের উদ্যোগে -মানববন্ধন- অনুষ্ঠিত হয়। 

উক্ত মানববন্ধনে জোটের প্রধাণ সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান বলেন ২০০৯ সাল থেকে সরকার ক্ষমতায় এসে পিলখানা হত্যাকান্ড শাপলা চত্ত্বরের হত্যাকান্ড সহ আরো হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ইলিয়াস আলী সহ হাজার-হাজার মানুষকে গুম করেছে। তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ লক্ষ-লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, দেশের বিরোধী রাজনীতির প্রায় ৫৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ফরমায়েশি সাজা দিয়ে কারাবন্দী করে রেখেছে।বাংলার মাটিতে সকল গুম খুনের বিচার হবে।

এম নাজমুল হাসান বলেন এই রক্ত পিপাসু সরকার মানুষ হত্যা করে মিথ্যা মামলা দিয়ে ক্ষমতাকে দীর্ঘয়িত করতে চায়, এই স্বপ্ন বাস্তবায়ন হবেনা।

আরো বক্তব্য রাখেন এডভোকেট মাইনুদ্দীন মজুমদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, আবুলকালাম আজাদ সহ জোটের নেতৃবৃন্দ।