News update
  • Hadi's condition 'very critical' after bullet causes 'massive brain injury'     |     
  • DMP intensifies drive to arrest attackers of Hadi     |     
  • Tarique terms attack on Hadi a conspiracy against democracy     |     
  • Man held for tying, beating up youth on theft suspicion in Gazipur     |     
  • Sajid (2) lifted after 32 hrs from deep Rajshahi well, not alive     |     

একতরফা নির্বাচন দেশকে ভয়াবহ বিপদে দিকে নিয়ে যাবে - গণতন্ত্র মঞ্চ

রাজনীতি ও রাজনৈতিক দল ধ্বংস করে পুরো রাষ্ট্রকে পারিবারিক সম্পত্তিতে পরিণত করছে

রাজনীতি 2023-12-29, 2:48am

mass-contact-campaig-organised-by-the-ganatantra-manch-in-the-capital-on-thursday-28-dec-2023-402ae8116d0f4259c09cb7dae4fe9d031703796487.jpeg

Mass contact campaig organised by the Ganatantra Manch in the capital on Thursday 28 Dec 2023.



আগামী ৩০ ডিসেম্বর, শনিবার সকাল ১১.৩০, জাতীয় প্রেসক্লাবের সামনে "ভোট ডাকাতির ৫ বছর ও একতরফা ডামি নির্বাচনের প্রতিবাদে সমাবেশ ও গণমিছিল" এবং নির্বাচন কমিশনকে লাল কার্ড প্রদর্শন

আজ ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, বেলা সাড়ে এগারোটায় ‘একতরফা ভোট বর্জন করুন’ এই আহবান নিয়ে কাওরানবাজার, পেট্রো বাংলার সামনে গণতন্ত্র মঞ্চের গণসংযোগপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পরে গণতন্ত্র মঞ্চ তার কর্মী ও নেতৃবৃন্দ সাথে নিয়ে কাটাবন মোড় পর্যন্ত মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। 

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়েদ সাকি। সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ। সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু। 

নেতৃবৃন্দ বলেন, "সারাদেশ তুষের আগুনে পুড়ছে৷ চারদিকে বারুদের স্ফুলিঙ্গ যে কোন সময় ফেটে পড়বে৷ আমাদের কে পুলিশ বাঁধা দিয়েছে, হামলা করেছে। পুলিশ আমাদের নেতাদের মাটিতে ফেলে দিয়েছে। কিন্তু আমরা আবার উঠে দাঁড়িয়েছি৷"

"সবার জন্য আওয়ামীলীগ একাই ইশতেহার দিয়েছে৷ সব দলের নেতৃত্ব নিজে নিয়েছে৷ রাজনৈতিক দল উনার পছন্দ না। উনার একটা দল থাকবে বাকিরা হবে সহযোগী সংগঠন। সবাই উনার থেকে ভিক্ষার সিট নিবে। পুরো রাষ্ট্রকে তার পারিবারিক বিষয়ে পরিণত করছে। আওয়ামীলীগের এই দম্ভ টিকবে না৷"

সমাবেশ থেকে নেতৃবৃন্দ আরো বলেন,  দেশের মানুষের অধিকাংশ ও প্রবল মতামত তথা বিরোধী সকল মতামতকে উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনের প্রায় দাঁড়প্রান্তে; এখন প্রহসনের ক্ষণটা কেবল মঞ্চস্থ করা বাকি। যে নির্বাচনটাকে জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে সেটা নিয়ে নানান ষড়যন্ত্র করছে সরকার। দেশ নিয়ে এসব খেলা জনগণকে রুখে দিতে হবে। দেশে ভাগ বাটোয়ারার এই একতরফা নির্বাচন দেশকে ভয়াবহ বিপদে নিয়ে যাবে। 

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি এর সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া ও ভাসানী অনুসারী পরিষদ এর যুগ্ন আহবায়ক ড. আবু ইউসুফ সেলিম প্রমুখ।

পরবর্তী কর্মসূচি: আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১.৩০, জাতীয় প্রেসক্লাবের সামনে "ভোট ডাকাতির ৫ বছর ও একতরফা ডামি নির্বাচনের প্রতিবাদে সমাবেশ ও গণমিছিল" ও নির্বাচন কমিশন কে লাল কার্ড প্রদর্শন। - প্রেস বিজ্ঞপ্তি