News update
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     
  • Banks in Bangladesh slash CSR; spending hits 10-year low     |     

চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো খন্দকার মোশাররফকে

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-01-22, 10:31am

kdshfdsfipo-588db30bbf00c2f62d783ac2610638961705897904.jpg




উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) রাতে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, খন্দকার মোশাররফ হোসেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রওয়ানা হন। সঙ্গে তার স্ত্রী এবং দুই ছেলে রয়েছেন।

খন্দকার মোশাররফ হোসেনের ছেলে মারুফ হোসেন জানান, সম্প্রতি বাবার ব্রেইন স্ট্রোকসহ রক্তক্ষরণ হয়েছিল। এর ফলে তিনি বেশ কিছুদিন ধরে আইসিইউ ও সিসিইউতে ছিলেন। এ ছাড়া ব্রেইনের বহির্ভাগে মেনিনজিওমা নামক টিউমার এখনও রয়েছে, যা পুরোপুরি সংকুচিত হয়নি।

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হবেন খন্দকার মোশাররফ। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ জুন পদযাত্রায় অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ। ওইদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে গত ২৪ জুন তাকে বাসায় নেওয়া হয়। এরপর ফের অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দুই মাসের বেশি চিকিৎসা নেওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন তিনি। এরপর গত ৫ ডিসেম্বর তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।