News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

ড. আসিফ নজরুলের ওপর হামলাকারী দেশ ও মানবতার শত্রু

-ইসলামী আইনজীবী পরিষদ

রাজনীতি 2024-11-11, 10:26pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991731342376.png

Islami Andolan logo



বিদেশে সফরকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর হামলাকারী দেশ ও মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেখ লুৎফুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, অ্যাডভোকেট হারুন অর রশিদ, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট মানিক মিয়া ।

আজ সোমবার এক যৌথ বিবৃতিতে আইনজীবী নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর স্বৈরাচার হাসিনা বিদেশে পালিয়ে গেছেন, তিনি আর দেশে ফিরতে পারবেন না। দেশবাসী মাফিয়া হাসিনাকে দেশে ফেলার সুযোগ আর দিবে না।

অন্তর্র্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইনজীবী নেতৃবৃন্দ বলেন, কতটুকু পিচাশ হলে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে। যারা এ কাজ করেছে তারা দেশ ও জনগণের শত্রু। উপদেষ্টাকে হামলা করে ফ্যাসিস্টরা মনে করছে সরকার ভয় পেয়ে গেছে। আসিফ নজরুলের উপর হামলার কারণে সারাদেশের, তার ছাত্র সমাজসহ আইনজীবীরাও জেগে উঠেছে। ভবিষ্যতে যদি অন্যান্য উপদেষ্টার উপর হামলা করা হয় তাহলে এদেশে বিচার হবে, আন্তর্জাতিক আদালতেও বিচার করা হবে। - প্রেস বিজ্ঞপ্তি