Moulana Ataullah Hafezji and Moulana Habullah Miazi, Amir and Secretary general of Khelafat Andolan.
হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনে আমীরে শরীয়ত হিসেব মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী এবং মহাসচিব হিসেবে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পুননির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নুরিয়া মাদ্রাসায় খেলাফত আন্দোলনের নায়েবে আমীরে আমেল (মহাসচিব) মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে (কাউন্সিল) উপস্থিত শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই পুননির্বাচন সম্পন্ন হয়।
শুরা অধিবেশনে উপস্থিত ছিলেন, হযরত হাফেজ্জী হুজুরের অন্যতম খলিফা মাওলানা ইসমাইল বরিশালী, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা শেখ আজীমউদ্দীন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইদুর রহমান, যুগ্ম মহাসচিব হাজী জালালুদ্দীন বকুল, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, রোকনুজ্জামান রোকন, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, এডভোকেট মো: লিটন চৌধুরী, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, মুফতী সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার মোফাচ্ছির হোসাইন, ডা. নিয়ামত আলী ফকির, মাওলানা বেলাল হোসাইন নোয়াখালী, মাওলানা আনোয়ারউল্লাহ ভুইয়া ফেনী, মুফতি আঃ আজিজ চট্টগ্রাম, মাওলানা শেখ সাদী নারায়ণগঞ্জ, হাকীম মাওলানা সিরাজুল ইসলাম হবিগঞ্জ, হাফেজ মাওলানা মীজানুর রহমান ফরিদপুর, মাওলানা হাফিজুর রহমান সরদার গাইবান্ধা, মাওলানা তাজিরুল ইসলাম রংপুর, মাওলানা আঃআজিজ খোমেনী কুমিল্লা, এডভোকেট জয়নাল আবেদীন ফরিদপুর, মাওলানা রশিদুল হক বিএসসি চট্টগ্রাম, মাওলানা আহমদ আলী ময়মনসিংহ, মুফতী মোশাররফ হোসেন নরসিংদী, মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুর, মুক্তিযুদ্ধা ক্বারী মাসউদুল হক কিশোরগঞ্জ, মাওলানা গাজী ইউসুফ ফেনী, জয়নাল আবেদীন ফেনী, মাওলানা আহমদ হোসেন কুয়েত শাখা, মোঃ শাহিন আলম ভোলা, মাওলানা আরিফ বিল্লাহ ময়মনসিংহ, মাওলানা আব্দুল কুদ্দুস নড়াইল, মাওলানা শরীফ হুসাইন পীরজী হুজুর, মুফতি শফিকুল ইসলাম চাঁদপুর, রশিদুল হক বিএসসি চট্টগ্রাম, মাওলানা ইসমাইল লক্ষীপুর, মৌলভী আব্দুর রকিব নেত্রকোনা, মাওলানা এমদাদ উল্লাহ কক্সবাজার, মাওলানা হেলাল উদ্দিন খাগড়াছড়ি, মাওলানা মুফতি জুবায়ের বিন নুরুল্লাহ বরিশাল, মাওলানা আইনুল হক রাজশাহী, মাওলানা আশরাফুল আলম রংপুর, মাস্টার জাহাঙ্গীর আলম নীলফামারী, মাওলানা আখতারুজ্জামান আশরাফী বি-বাড়িয়া, যুবনেতা মুফতি আল আমিন, ছাত্রনেতা হাফেজ জাকির বিল্লাহ, ছাত্রনেতা জাকির হোসাইন, মাওলানা খাইরুল ইসলাম নরসিংদী, মাওলানা হাকিম মামুনুর রশিদ ফেনী প্রমূখ। - প্রেস বিজ্ঞপ্তি