News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন- সাইফুল হক

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও বিপর্যয়ে ফেলতে নানা আয়োজন চলছে

রাজনীতি 2024-12-02, 6:51pm

img-20241201-wa0052-01-34066cddcb6678684923e1d0a7ad5cd21733143895.jpeg

A meeting of delegates of Gaibandha district committee of Biplab Workers Party was held in Gains cha on Monday.



রাজনৈতিক দল  ও জনগণকে আস্থায় নিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার পথনকশা ঘোষণা করুন। 

আজ সকালে গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির প্রতিনিধি সভায়  সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নেবার আহবান জানিয়েছেন এবং বলেছেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও বিপর্যয়ে ফেলার নানা আয়োজন চলছে।    

তিনি বলেন  পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার বিস্তার ঘটনা হচ্ছে।ভারত থেকে নানা অশুভ চক্র বাংলাদেশ বিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে। পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন বিচ্ছিন্ন কিছু ঘটনা  পুঁজি করে দুনিয়াব্যাপী বাংলাদেশকে জংগী রাষ্ট্রের তকমা দেওয়ারও প্রচেষ্টা অব্যাহত আছে। তিনি  দেশের জনগণকে কোন সাম্প্রদায়িক উসকানিতে জড়িয়ে না পড়ার আহবান জানান।

তিনি  ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

তিনি বলেন,  বিদ্যমান সংকটের কেবল প্রশাসনিক সমাধান নেই, রাজনৈতিক ভাবেই সংকটসমূহের সমাধান করতে হবে।তিনি বলেন, এ লক্ষ্যে  রাজনৈতিক দলসহ দেশবাসীকে আস্থায় নিতে সরকারকে দ্রুত কার্যকরি উদ্যোগ নিতে হবে।

তিনি বিদ্যমান জটিল পরিস্থিতি  বিবেচনায় রেখে সরকারকে প্রজ্ঞা ও দূরদর্শিতাতার সাথে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথনকশা ঘোষণা করার আহবান জানান 

গাইবান্ধায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

পার্টির গাইবান্ধা জেলার সম্পাদক ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল,  পার্টির গাইবান্ধা জেলার সংগঠক মাসুদুর রহমান মাসুদ , জাকারিয়া হাসান সুমন, আতোয়ারুল ইসলাম নান্নু,আজাদুল ইসলাম আজাদ, রফিকুল ইসলাম,  আসমা বেগম, ফারুকুল ইসলাম কাদেরী,হামিদা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের বিপ্লবী গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী পার্টি ও বিপ্লবী নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।তারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে সমাজ বিপ্লবের উপযোগী দল হিসাবে গড়ে তোলার আহবান জানান। - প্রেস বিজ্ঞপ্তি