News update
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     

দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-12-30, 7:58am

3a12ca8d4b1ee2499ea673ea7047de506fe03fb047a45609-8a0fe3e6ef9934abc1117c7a382f94e01735523923.jpg




জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াত, এ ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে।

রোববার (২৯ ডিসেম্বর) নীলফামারীর সৈয়দপুরে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন,ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াতে ইসলামী, ৫ আগস্টের পর নতুন ডাকাতরা ব্যাংক দখল করতে গিয়েছিল। তারা পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে কারও ওপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেবে না জামায়াতে ইসলামী। এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে যেখানে নারীরা আপন ইচ্ছায় পর্দা করবে। সময়।