News update
  • Conflict, hunger, poverty impede children's early growth: Türk     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ Friday morning     |     
  • Guterres to urge more humanitarian assistance for Rohingyas     |     
  • Iran, US tensions up as Trump sends letter to Khamenei      |     
  • Sea erosion shrinking Sundarbans forests      |     

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি: ফয়জুল করীম

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-01, 11:14pm

img_20250201_231312-dfc3924b642b44ed64ad4e89ef4ceb081738430094.jpg




ফ্যাসিস্ট সরকার পালালেও দেশে এখনও চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, দেশের মানুষের নাগরিক অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখনও অব্যাহত আছে।

তিনি বলেন, শুধু রাষ্ট্র সংস্কার নয়, যেসব রাজনৈতিক দলের পদপদবি ব্যবহার করে নেতাকর্মীরা আঙুল ফুলে বটগাছ হয়েছেন তাদের রাজনীতির সংস্কার করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না।

তিনি বলেন, যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছেন তারাই অতীতে দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছেন।

জেলার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীমের সঞ্চালনায় সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, আমেরিকার জ্যামাইকা জামে মসজিদের খতিব মির্জা আবু জাফর বেগ, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল আমিন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রফিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। আরটিভি