News update
  • Gaza aid flotilla activists say second boat hit by suspected drone     |     
  • Shibir-backed candidates win top DUCSU posts with big margin     |     
  • Female dorm Ruqayyah Hall comes up for Shibir this time      |     
  • Bangladesh 2024, Nepal 2025: Youth Movements Force Leaders Out     |     
  • Nepal PM resigns as 19 killed in social media ban, graft protests     |     

কাতারে ইসরাইলের হামলায় জামায়াতের তীব্র নিন্দা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-10, 6:47am

5be0011ed4420f08b56e4351c716d145034e1df1da69a05c-aad1a4f43b571775109d2025cb200c7d1757465223.jpg




কাতারের রাজধানী দোহায় দখলদার ইসরাইলের বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘কাতার একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। ৯ সেপ্টেম্বর দখলদার ইসরাইল বিনা উসকানিতে কাতারের রাজধানী দোহায় যে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক সকল আইন ও বিধি-বিধানের চরম লঙ্ঘন এবং কাতারের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসরাইলের এই বেপরোয়া আচরণ এক ভয়াবহ অপরাধ এবং আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব শান্তির অন্তরায়। আমি দখলদার ইসরাইলের এই আগ্রাসী আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাইল পৃথিবীর শান্তি ও নিরাপত্তার জন্য এক মহাবিপর্যয়। তারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে দখলদারিত্ব কায়েম করে নিরীহ জনগণের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকাকে তারা কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন কাতারের মতো একটি স্বাধীন দেশের ওপর হামলা চালিয়ে ইসরাইল প্রমাণ করেছে যে, তারা সমগ্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এ আগ্রাসন রোধ করা না গেলে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ আকার ধারণ করবে এবং বৈশ্বিক শান্তি ধ্বংস হয়ে যাবে।

জামায়াত নেতা বিশ্ববাসীর উদ্দেশে বলেন, ‘কাতারসহ মধ্যপ্রাচ্যের স্বাধীন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষায় এবং দখলদার ইসরাইলের আগ্রাসন রোধে জাতিসংঘ, ওআইসি এবং শান্তিকামী বিশ্বকে এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।’